ইনসাইড বাংলাদেশ

ট্রাম্পের গ্রেফতার ইস্যুতে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়


প্রকাশ: 06/04/2023


Thumbnail

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতার ইস্যুটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই বিষয়টি নিয়ে বাংলাদেশের মন্তব্য করা সমীচীন হবে না বলে মন্তব্য করে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি তাদের (যুক্তরাষ্ট্রের) আদালতে বিচারাধীন। আমার মনে হয় যে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আমাদের সমীচীন হবে না।’
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে আদালতে শুনানি শেষে তাকে মুক্তি দেওয়া হয়। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭