ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা


প্রকাশ: 06/04/2023


Thumbnail

গত নভেম্বরে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিলো আর্জেন্টিনা। ৩৬ বছরের আক্ষেপ ঘোঁচার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও দাপট দেখিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পানামাকে ২-০ গোলে হারানোর পর আরেক ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭-০ গোলে বিধ্বস্ত করে আলবিসিলেস্তেরা। তবুও র‍্যাংকিংয়ের শীর্ষে উঠা হয়নি আলবিসিলেস্তেদের। উল্টো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর প্রীতি ম্যাচে মরক্কোর কাছে হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছিলো ব্রাজিল। এবার সে অপেক্ষারও অবসান হয়েছে আকাশি-নীলদের। ব্রাজিলকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে লিওনেল মেসি-দি মারিয়ারা।

এপ্রিলের শুরুতেই ফিফার হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্রাজিলকে টপকে শীর্ষে ওঠে আসবে আর্জেন্টিনা- সেটি জানা গিয়েছিলো আগেই। এবার সম্পন্ন হলো আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাতে দীর্ঘ ৬ বছর পর র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার মতো এক ধাপ উন্নতি করে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। তবে মরক্কোর কাছে হারের কারণে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল। এছাড়া শীর্ষ দশের তালিকায় আর কোন পরিবর্তন আসেনি।

নতুন র‍্যাংকিংয়েও বাংলাদেশের কোন পরিবর্তন হয়নি। পূর্বের মতো ১৯২ নম্বরেই রয়েছে বাংলাদেশ ফুটবল দল। গত মাসের শেষ সপ্তাহে সিলেটে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে অখ্যাত দলটির কাছে হেরে যান জামাল ভূইয়ারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭