ইনসাইড গ্রাউন্ড

টাকারের সেঞ্চুরি ও টেল এন্ডের লড়াইয়ে টিকে রইলো আইরিশররা


প্রকাশ: 06/04/2023


Thumbnail

কি দারুণ লড়াইটাই না করলো আয়ারল্যান্ড। যে দলটির সামনে শঙ্কা ছিলো  ইনিংস ব্যবধানে হারের, সেই দলটিই পাল্টা প্রতিরোধ গড়ে এখন স্বপ্ন দেখছে বড় লিডের। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আইরিশদের এই লড়াই আলাদা মর্যাদার জায়গা পাবে- সেটা নিশ্চিতভাবেই বলা যায়। লরকান টাকারের সেঞ্চুরির সাথে অ্যান্ড্রু ম্যাকব্রাইন ও হ্যারি টেক্টরের ফিফটিতে মিরপুর টেস্টে রোমাঞ্চ ফিরিয়ে এনেছে আইরিশরা। স্বাগতিকদের থেকে ১৩১ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে আয়ারল্যান্ড। 

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৫৯ রানের জবাবে, ৪ উইকেট হারিয়ে ২৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো সফরকারিরা। তাতেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছিলো আয়ারল্যান্ড। প্রথম সেশনে পিটার মুরকে নিয়ে প্রতিরোধের চেষ্টা চালান হ্যারি টেক্টর। দিনের শুরুতেই উইকেট তুলে নেয়ার সুযোগ হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রানে তাইজুল ইসলামের বলে ক্যাচ দিয়েও জীবন পান হ্যারি টেক্টর। পরে সে সুযোগ ভালভাবেই কাজে লাগিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। পিটার মুরকে নিয়ে ধীরে ধীরে দলকে টেনে নিতে থাকেন টেক্টর। তবে বোলিংয়ে এসেই মুরের উইকেট তুলে নিয়ে আইরিশদের এই প্রতিরোধ ভাঙেন শরিফুল ইসলাম। দলীয় ৫১ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। সেই সাথে ভাঙে তাদের ১৫৪ বলে ৩৮ রানের জুটি।

মুরের বিদায়ে ক্রিজে আসেন লরকান টাকার। টেক্টরকে যোগ্য সঙ্গ দিয়ে লিডের ব্যবধান কমাতে থাকেন টাকার। স্বাগতিক বোলারদের খেলতে থাকেন দেখেশুনে। এই দুই ব্যাটসম্যানের কাঁধে ভর করে নির্বিঘ্নেই প্রথম সেশন শেষ করে আয়ারল্যান্ড। মধ্যাহৃ বিরতিতে যাওয়ার আগে আইরিশদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ৯৩ রান। লাঞ্চ থেকে ফিরে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুলে নেন টেক্টর। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসে ফিফটির দেখা পান এই আইরিশ ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে টাকারের সাথে ৭২ রানের জুটি গড়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাও কমান। তবে ১২৩ রানে তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিতে হয় তাকে। ১৫৯ বলে ৫৬ রান আসে তার ব্যাট থেকে।

টেক্টর বিদায় নিলেও টাকার আশা জাগিয়ে রাখেন আয়ারল্যান্ডের। স্বাগতিক বোলারদের শাসন করে রান যোগ করতে থাকেন স্কোরবোর্ডে। তাকে যোগ্য সঙ্গ দেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন। ৯২ বলে প্রথম টেস্ট ফিফটির স্বাদ পান লরকান টাকার। এরপর যেন খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। মাঠের চারপাশে শট খেলে লিড বাড়িয়ে নিতে থাকেন। পরের ৪০ বল থেকে করেন ৩৯ রান। ৬ উইকেটে ১৯৯ রান নিয়ে চা পানের বিরতিতে যায় আয়ারল্যান্ড।

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে দ্বিতীয় আইরিশ হিসেবে টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব দেখান টাকার। যা অভিষেক ম্যাচেও আয়ারল্যান্ডের হয়ে দ্বিতীয়। এর আগে নিজেদের প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুয়েঁছিলেন কেভিন ও'ব্রায়ান। সেটিও ছিলো ম্যাচের দ্বিতীয় ইনিংসে। সাত নম্বরে ব্যাট করতে নামা লরকান টাকারের এই ইনিংসে ভর করেই লিড নেয় আয়ারল্যান্ড। তবে সেঞ্চুরির পর বেশক্ষণ টিকতে পারেনি টাকার। ১০৮ রানে ইবাদতের বলে কাভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাতে ভাঙে সপ্তম উইকেটে টাকার-ম্যাকব্রাইনের ১১১ রানের জুটি।

টাকার বিদায় নিলেও টেল এন্ডারদের নিয়ে লড়াইয় চালিয়ে যান অ্যান্ড্রু ম্যাকব্রাইন। বিশেষজ্ঞ ব্যাটসম্যানের মত করেই সামলেছেন স্বাগতিক বোলারদের। তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। মার্ক অ্যাডায়ারকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন। তাইজুলের বলে অ্যাডায়ার আউট হলেও গ্রাহম হিউমকে নিয়ে দিনের বাকি সময়টা পার করে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৪৪ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন ম্যাকব্রাইন। হিউমের সংগ্রহ ৯ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

মিরপুরের টেস্টের প্রথম দুই দিনে ২৪টি উইকেটের পতন হয়েছিলো। প্রথম দিন আয়ারল্যান্ড অলআউট হওয়ার পর ব্যাট করতে নেম ২ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। দ্বিতীয় দিন বাংলাদেশের ৮ টি আয়ারল্যান্ড হারায় ৪ উইকেট। কিন্তু তৃতীয় দিনে তিন সেশন মিলিয়ে মাত্র ৪টি উইকেট নিতে পেরেছে তাইজুল-ইবাদতরা। এদিন লাইন-লেংথ ধরে রাখতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিক বোলারদের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭