ইনসাইড গ্রাউন্ড

ইতিবাচক শুরু বাংলাদেশের, সাজঘরে ম্যাকব্রাইন


প্রকাশ: 07/04/2023


Thumbnail

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আয়ারল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৩১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামেন আইরিশরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৫৯ রানের জবাবে, ৮ উইকেটে ২৮৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিলো সফরকারিরা।

অ্যান্ড্রু ম্যাকব্রাইন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত থেকে মাঠে নামে আজ। তৃতীয় দিন হ্যারি টেক্টরের প্রতিরোধের পর লরকান টাকারের সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাড়ায় সফরকারিরা। সাত নম্বরে ব্যাট করতে নেমে দ্বিতীয় আইরিশ হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নেন টাকার।

আট নম্বরে ব্যাট করতে নামা ম্যাকব্রাইনও ধৈর্য্যের পরীক্ষা নিয়েছে বাংলাদেশের বোলারদের। তাইজুল-মিরাজদের অপেক্ষা বাড়িয়ে মাটি আঁকড়ে পড়ে ছিলেন ক্রিজে। টেল এন্ডের ব্যাটসম্যানদের নিয়ে জুটি গড়ে দলের লিড বাড়িয়ে নিয়েছেন। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেয়ার পর সেঞ্চুরির আশাও দেখাচ্ছিলেন তিনি। তবে চতুর্থ দিন ইনিংসে ৫ম ওভারে তাকে ফিরিয়ে আইরিশদের আশায় জল ঢেলে দেন ইবাদত হোসেন। বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় ডেলিভারিতে ফিরিয়েছেন ঢাল হয়ে থাকা ম্যাকব্রাইনকে। অফ স্টাম্পের বাইরের বল টার্ন নিয়ে ভেতরে ঢুকে আঘাত হানে স্টাম্পে। তাতে শেষ হয় ম্যাকব্রাইনের ১৫৬ বলে ৭২ রানের ইনিংস। ২৮৯ রানে নবম উইকেট হারায় আয়ারল্যান্ড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭