ইনসাইড গ্রাউন্ড

ইবাদতের জোড়া আঘাতে ১৩৮ রানের লক্ষ্য বাংলাদেশের


প্রকাশ: 07/04/2023


Thumbnail

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৩১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামেন আইরিশরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৫৯ রানের জবাবে, ৮ উইকেটে ২৮৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিলো সফরকারিরা। তবে দ্রুতই শেষ দুটি উইকেট তুলে নিয়ে আইরিশদের লিড নাগালের মধ্যেই রেখেছেন পেসার ইবাদত হোসেন। আগের দিনের সাথে স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই ২৯২ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।

অ্যান্ড্রু ম্যাকব্রাইন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত থেকে মাঠে নামে আজ। তৃতীয় দিন হ্যারি টেক্টরের প্রতিরোধের পর লরকান টাকারের সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাড়ায় সফরকারিরা। সাত নম্বরে ব্যাট করতে নেমে দ্বিতীয় আইরিশ হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নেন টাকার।

আট নম্বরে ব্যাট করতে নামা ম্যাকব্রাইনও ধৈর্য্যের পরীক্ষা নিয়েছে বাংলাদেশের বোলারদের। তাইজুল-মিরাজদের অপেক্ষা বাড়িয়ে মাটি আঁকড়ে পড়ে ছিলেন ক্রিজে। টেল এন্ডের ব্যাটসম্যানদের নিয়ে জুটি গড়ে দলের লিড বাড়িয়ে নিয়েছেন। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেয়ার পর সেঞ্চুরির আশাও দেখাচ্ছিলেন তিনি। তবে চতুর্থ দিন ইনিংসে ৫ম ওভারে তাকে ফিরিয়ে আইরিশদের আশায় জল ঢেলে দেন ইবাদত হোসেন। বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় ডেলিভারিতে ফিরিয়েছেন ঢাল হয়ে থাকা ম্যাকব্রাইনকে। অফ স্টাম্পের বাইরের বল টার্ন নিয়ে ভেতরে ঢুকে আঘাত হানে স্টাম্পে। তাতে শেষ হয় ম্যাকব্রাইনের ১৫৬ বলে ৭২ রানের ইনিংস। ২৮৯ রানে নবম উইকেট হারায় আয়ারল্যান্ড।

ম্যাকব্রাইনের বিদায়ের পর বেশিদূর এগোতে পারেনি আইরিশরা। স্কোরবোর্ডে ৩ রান যোগ করতেই শেষ উইকেট হারায় আয়ারল্যান্ড। এবারো উইকেট শিকার ইবাদত। ১১৬তম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বাইরের লাইনে ফেলেন এই পেসার। সেখান থেকে অ্যাঙ্গেলে ভেতরের দিকে ঢুকতে থাকা বলটি গ্রাহাম হিউমের ব্যাটের উপরের দিকে অংশে লেগে চলে যায় উইকেটের পেছনে। সহজেই তা গ্লাভসবন্দী করেন লিটন দাস। ২৯২ রানে অলআউট হয় সফরকারিরা। তাতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাড়ায় ১৩৮ রানের।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ইবাদতের শিকার ৩টি ও সাকিব নিয়েছেন ২টি উইকেট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭