ইনসাইড গ্রাউন্ড

তিন বছর পর ঘরের মাঠে টেস্ট জিতলো বাংলাদেশ


প্রকাশ: 07/04/2023


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের মাধ্যমে দীর্ঘ দিন পর ঘরের মাঠে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেলো বাংলাদেশ। আইরিশদের ৭ উইকেটের বধের ম্যাচটি দিয়ে ৩ বছর পর দেশের মাটিতে প্রথম কোন টেস্ট জিতলো টাইগাররা। সবশেষ ২০২০ সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। 

এরপর ঘরের মাঠে খেলা ৮ টেস্টের সাতটিতেই হেরেছে সাকিব-তামিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ড্র হয়। আর দেশ-বিদেশ মিলিয়ে দশ ম্যাচ পর টেস্ট জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষ জয়টা ছিলো প্রত্যাশিত। তবে তৃতীয় দিন লরকান টাকারের সেঞ্চুরিতে ঘুরে দাড়িয়ে ম্যাচে রোমাঞ্চ নিয়ে এসেছিলো আইরিশরা। তবে চতুর্থ দিন আর পথ হারায় নি বাংলাদেশ। চাপে পড়লেও তুলে নিয়েছে সহজ জয়।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ২০২২ সালের শুরুতে, মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট জিতেছিলো মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। সে ম্যাচেই আলো ছড়িয়েছিলেন পেসার ইবাদত হোসেন। টেস্টে রান তাড়া করে জয়ের হিসেবে এটি বাংলাদেশের পঞ্চম। আর সব মিলিয়ে টেস্টে বাংলাদেশের ১৭তম জয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭