ইনসাইড গ্রাউন্ড

যথেষ্ট বোলিং না করার কারণ জানালেন সাকিব


প্রকাশ: 07/04/2023


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। তবে টেস্টজুড়েই বোলার সাকিবকে দেখা যায়নি খুব একটা। গতকাল (বৃহস্পতিবার) পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। তবে শুক্রবার ম্যাচ শেষে সাকিব নিজেই জানালেন যথেষ্ট বোলিং না করার কারণ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'না ওরকম কোনো ব্যাখা নেই, মানে বোলিং সবাইকে করতেই হবে এরকম কোনো কথা নেই। আপনার কাছে ৫-৬ রকমের অস্ত্র থাকলে আপনার ব্যবহার করার দরকার নেই তো সবসময়।'

দলের বোলারদের প্রতি বিশ্বাস ছিল দাবি করে সাকিব বলেন, 'আমাদের যথেষ্ট বোলার রয়েছে, যারা ২০ উইকেট নেওয়ার মতো এবং আমার ওদের প্রতি বিশ্বাস রয়েছে। সেটা ওরা করে দেখিয়েছে এবং স্পেশালি এমন একটা জায়গায় খেলা হয়েছে যেখানে এই ধরণের পিচে আমরা ওতো বেশি খেলি না। প্রথম দিন খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল আমি বলব। মিরপুরে সাধারণত টানা তিন দিন এমন ভালো ব্যাটিং উইকেট থাকে না। ইভেন আজকেও ভালো ব্যাটিং উইকেট ছিল।' 

এর আগে সাকিবের কম ওভার করা নিয়ে ডোনাল্ড বলেন, ‘আমি স্বীকার করছি যে এ বিষয়ে (সাকিবের কম ওভার করা) আমার কোনো ধারণা নেই। তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। ড্রেসিংরুমে কয়েকবার এসেছিল। তাও সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের জন্য সুযোগ দিয়েছে। সে কেন আজ যথেষ্ট বল করেনি আমি সত্যিই জানি না।’

তিনি আরও বলেন, ‘১৩ ওভারে ২০ এর চেয়ে কিছু বেশি রান দিয়ে ২ উইকেট নিয়েছিল। তবে বল তত স্পিন করছিল না। আমার মনে হয়েছে, নতুন বলটা এক্ষেত্রে বড় কারণ হতে পারে। যখন এই উইকেটে আপনি সেট হয়ে যাবেন, আপনি রান করতে পারবেন। আমি আপনাদের প্রশ্নটা সাকিবকেই করতে বলবো।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭