প্রেস ইনসাইড

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়!


প্রকাশ: 08/04/2023


Thumbnail

গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তি চেয়ে মানব-বন্ধন করেছে স্বাধীনতা-সচেতন নাগিরক সমাজ। এতে বিনোদন জগতের অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন সাতবারের মেরিল-প্রথম আলো পুরস্কার জয়ী চিত্রনায়ক রিয়াজ, তিন বার এই পুরস্কার পাওয়া অভিনেত্রী তারিন জাহান ও অভিনেত্রী তানভিন সুইটিসহ আরও বেশ কয়েকজন। 

এদিন প্রথম আলোর নিবন্ধন বাতিল এবং স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীদের মানববন্ধনের পর থেকেই সামাজিক যোগযোগ মাধ্যমে এই নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠেছে। সেই সঙ্গে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারী এবং বাংলাদেশ বিরোধী অপশক্তির দোসর দেশের বহুল প্রচারিত দৈনিকটির নিবন্ধন বাতিল এবং পত্রিকাটি বন্ধের দাবিতে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

আবার কেউ কেউ পত্রিকাটির পক্ষেও অবস্থান নিয়েছেন নিজস্ব স্বার্থ সংশ্লিষ্টতা থাকার কারণে। এ ধরনের স্বার্থ সংশ্লিষ্টতার অন্যতম একটি হচ্ছে ‘মেরিল-প্রথম আলো পুরষ্কার’। প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তি চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছিলেন সাতবারের ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ জয়ী চিত্রনায়ক রিয়াজ, তিন বার এই পুরস্কার পাওয়া অভিনেত্রী তারিন জাহান ও অভিনেত্রী তানভিন সুইটিসহ আরও বেশ কয়েকজন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যেহেতু এসব শিল্পীরা ‘মেরিল-প্রথম আলো পুরষ্কার’ বিজয়ী হয়েছিলেন এবং তারা এই পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছেন, তবে কি তারা এই পুরষ্কার বর্জন করবেন? 


এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বছর দশ-পনের আগে গুণী অভিনেত্রী প্রিয় তারিন আপার অনেক ইন্টারভিউ পড়েছি প্রথম আলোতে। পত্রিকাটির আনন্দ এবং বিনোদন পাতায় ব্যাপক কাভারেজ দেয়া হতো। মেরিল-প্রথম আলো পুরস্কারও নিয়েছেন তারিন আপা। তো, প্রথম আলো পুরস্কার জয়ী আপা এখন পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। সুইটি আপাও তাই। পাশে পরিচিত মুখ নায়ক রিয়াজ ভাইকেও দেখলাম মলিন মুখে পত্রিকাটি বন্ধের দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে। প্রিয় রিয়াজ ভাই অবশ্য প্রথম ব্যক্তি যিনি চলচ্চিত্রে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন। রিয়াজ-তারিন-সুইটি আপাদের মানববন্ধন নিয়ে আমার পক্ষে-বিপক্ষে কোনো মত নেই। তবে আমি মনে করি, তাদের এমন দাবির প্রেক্ষিতে পত্রিকাটির নিবন্ধন বা ডিক্লারেশন বাতিলের মতো অগণতান্ত্রিক সিদ্ধান্ত সরকার নেবে না ‘

তিনি আরও লিখেছেন, ‘আমার জানার আগ্রহ, রিয়াজ-তারিন আপা এখন মেরিল-প্রথম আলো পুরস্কার বর্জন করবেন কি না! আমি মনে করি করা উচিত, কারণ প্রথম আলোকে স্বাধীনতা বিরোধী পত্রিকা বলে সে পুরস্কার ঘরে সাজিয়ে রাখার যৌক্তিকতা নেই। এটা স্ববিরোধীতা। আমি আশা করছি, উনারা পুরস্কারগুলো ছুড়ে ফেলবেন। ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলবেন মেরিল-প্রথম আলো পুরস্কার। তাদের এমন সাহসীকাণ্ড দেখে আমি তাদের ধন্যবাদ দিয়ে পোস্ট দেয়ার অপেক্ষায় রইলাম.... ’

আদিত্য আরাফাতের এমন স্ট্যাটাসের প্রতিক্রিয়ার মহলটা বেশ বড়। স্ট্যাটাসটিতে লাইক পড়েছে ১ হাজার ২শ’র উপরে। কমেন্ট হয়েছে দুইশ ষাট বা তারও বেশি। 

প্রতিক্রিয়ায়, সেলিম ভূইয়া নামের এক ব্যক্তি লিখেছেন, ‘যখন পুরস্কার জিতেছে, তখন স্বাধীনতা বিরোধী কিছু করেনি, কিন্তু এখন করছে, মন্তব্য আশা করছি?’ 

রকিব হাসান নামের এক ব্যক্তি লিখেছেন, ‘একটা পত্রিকার এ রকম পলিটিক্যাল স্টান্টবাজির দরকার কেন হয় এইটা তো কেউ বলে না। এইটা কি আপনাদের এথিক্সের মধ্যে পড়ে?’ 

ইংরেজি দৈনিক অবজারভার এর অনলাইন সম্পাদক কাজী আব্দুল হান্নান লিখেছেন, ‘ইমেজ সংকট কাটাতে প্রথম আলো পোষ্য সুশীলদের মাঠে নামিয়েছে সহানুভূতি সংগ্রহের মিশন দিয়ে।’

মাহবুব মিলন নামে এক ব্যক্তি লিখেছেন, ‘তাদের কাছ থেকে পুরষ্কার কেড়ে নিয়ে হিরো আলম‌কে দিয়ে দেওয়া উচিত!’


এসব প্রতিক্রিয়ার মধ্যে পত্রিকাটির পক্ষে- বিপক্ষেও অভিমত রয়েছে। তবে, অনেকেই প্রথম আলো এবং এর পালিত সুশীলদের স্বাধীনতা বিরোধী চক্রান্তের বিচার দাবি করেছেন। সেই সঙ্গে স্বাধীনতা বিরোধী অপশক্তি এই দৈনিকটির নিবন্ধন বাতিল করতে জোড় দাবি জানিয়েছেন।

শুধুমাত্র আদিত্য আরাফাতের এই স্ট্যাটাসটিই নয়- এমন অনেক স্ট্যাটাসই ঘুড়ছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তাদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে স্বাধীনতাকে কটাক্ষ করার প্রতিবাদ এবং স্বাধীনতা বিরোধী এই পত্রিকাটি বন্ধের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় দেশের গণমানুষের এমন দাবির প্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করে সরকার?  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭