ইনসাইড পলিটিক্স

শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে বাংলাদেশই সিঙ্গাপুর হবে: আবদুর রহমান


প্রকাশ: 08/04/2023


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশই সিঙ্গাপুর হবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। শনিবার ( ৮ এপ্রিল) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর উচ্চবিদ্যালয় মাঠে ‘পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার’ বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে মনোনয়নপ্রত্যাশী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ প্রধানমন্ত্রীর পক্ষে ২০ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আবদুর রহমান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। আমি কথা দিচ্ছি, শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলে আজ দেশ থেকে যাঁরা ভিটাজমি বিক্রি করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরবে যাচ্ছেন, তাঁদের আর তা করতে হবে না। কেননা, তখন বাংলাদেশই হবে সিঙ্গাপুর।’

আবদুর রহমান বলেন, ‘দলীয় মনোনয়ন অনেকেই চাইতে পারেন। তবে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাঁকে মনোনয়ন দেবেন, আমরা তাঁকে নিয়েই কাজ করব। তাই তর্কে জড়িয়ে জিততে যাবেন না। যার যে কাজ, সেটি করে যান। এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আপনারা যাঁরা এসেছেন, তাঁদের ধন্যবাদ। যাঁরা আসেননি, তাঁদেরও ধন্যবাদ। যাঁরা আজ আসেননি, তাঁরা ভবিষ্যতে আসবেন বলে প্রত্যাশা রাখি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ। তিনি বলেন, ‘আজাদ ত্রাণ দিতে আসছেন বলে অনেকের চোখ টাটাচ্ছে। তারা ফেসবুকে আজেবাজে কথা লিখছে। তাদের বলি, আজেবাজে কথা না বলে সামর্থ্য থাকলে তোমরাও মানুষকে সাহায্য করো।’ অনুষ্ঠানে এ কে আজাদ বলেন, ‘সম্মান হৃদয়ের গভীরে থাকে। যাঁরা মানুষকে সম্মান দিতে জানেন, তাঁরা সম্মান পান। রোজা ও ঈদ সামনে রেখে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার এ উদ্যোগ।’

এ সময় কানাইপুর ইউনিয়নের ৭৫০ জনের প্রত্যেককে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম সেমাই, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ২৫০ গ্রাম গুঁড়া দুধের একটি প্যাকেট দেওয়া হয়। এর আগে বেলা ১১টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে ৭৫০ জনকে একই সামগ্রী তুলে দেওয়া হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭