ইনসাইড গ্রাউন্ড

ব্যাটিংয়ে গুজরাট, কলকাতার একাদশে নেই লিটন


প্রকাশ: 09/04/2023


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে দিনের প্রথ ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্সরা।

গত বছর প্রথমবার টুর্নামেন্টটি খেলতে নেমেই শিরোপা ঘরে তুলেছিলো গুজরাট। এবারো সে ছন্দ ধরে রেখেছে দলটি। উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও ৬ উইকেটের জয় তুলে নিয়েছে গুজরাট। ব্যাট-বলে দাপট দেখিয়ে কলকাতার বিপক্ষেও জয় তুলে নিতে চয় দলটি। পুরোপুরি ফিট না থাকায় এই ম্যাচে খেলছেন না গুজরাটের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার পরিবর্তে অধিনায়কের দ্বায়িত্ব পালন করছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

অন্যদিকে, কলকাতার এবারের আসরটি শুরু হয়েছিলো বৃষ্টি আইনে পাঞ্জাব কিংসের কাছে ৭ রানে হেরে। তবে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছে দুই বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে কলকাতার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তবে গুজরাটের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।

দুই দলের একাদশ:

গুজরাট টাইটান্স:

রশিদ খান, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, মোহাম্মাদ শামি, ডেভিড মিলার, অভিনব মনোহর, জশ দয়াল, আলজারি জোসেফ।

কলকাতা নাইট রাইডার্স:

নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, নারায়ণ জগদীশন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারাইন, লকি ফার্গুসন, উমেশ যাদব, সুয়াশ শর্মা, ররুণ চক্রবর্তী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭