ইনসাইড গ্রাউন্ড

রশিদের হ্যাটট্রিক ছাঁপিয়ে রিঙ্কুর ব্যাটে কলকাতার জয়


প্রকাশ: 09/04/2023


Thumbnail

কলকাতা নাইট রাইডার্সের সামনে লক্ষ্যটা ছিলো পাহাড়সম। ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কলকাতা। মাঝে ম্যাচে ফেরার চেষ্টা করলেও রশিদ খানের এক ওভারেই ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় গুজরাট টাইটান্স। তবে রশিদ খানের হ্যাটট্রিক ছাঁপিয়ে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের অতিমানবীয় ব্যাটিংয়ে গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির রং বদলেছে বেশ কয়েকবার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া গুজরাটের শুরুটা হয়েছিলো ভালই। ৩৩ রানে ঋদ্ধিমান সাহা আউট হলেও শুভমান গিলের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে গুজরাট। দলীয় ১০০ রানে গিল বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন তরুণ সাই সুদর্শন। 

কিন্তু মাঝে কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় রান রেট কমে যায় গুজরাটের। আইপিএলে নিজের তৃতীয় ফিফটি তুলে নিয়ে আউট হন সুদর্শন। ৩৮ বলে ৩ বাউন্ডারি এবং ২ ছক্কায় ৫৩ রান আসে তার ব্যাট থেকে। তবে শেষ দিকে বিজয় শঙ্করের ঝড়ো ব্যাটিংয়ে দুইশো ছড়ানো স্কোর গড়তে পারে গুজরাট। প্রতিপক্ষের বোলারদের উপর তান্ডব চালিয়ে মাত্র ২৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি বাউন্ডারির সঙ্গে মারেন ৫টি ছক্কা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি কলকাতার। ২৮ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেয়। তবে তৃতীয় উইকেটে ভেঙ্কাটেশ আইয়ারের সাথে ১০০ রানের জুটি গড়ে দলকে পথ হারাতে দেননি অধিনায়ক নীতিশ রানা। ১২৮ রানে রানা আউট হলেও 

আইয়ার ছিলেন দলের ত্রাতা হয়ে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়াশ শর্মার পরিবর্তে মাঠে নামেন তিনি। বোলারদের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়ে দলকে টেনে নিতে থাকেন একাই। ১৬তম ওভারে তাকে ফেরান আলজারি জোসেফ। ৪০ বলে ৮টি চার ও ৫ ছয়ে ৮৩ রানে থামে তার ইনিংস।

এরপরই নাটকীয়তা আসে ম্যাচে। কলকাতার জয়ের জন্য তখন প্রয়োজন ২৪ বলে ৫০ রান। আগের ওভারগুলোতে খরুচে থাকলেও ১৭তম ওভারের প্রথম তিন বলে আন্দ্রে রাসেল, সুনিল নারিন এবং শার্দুল ঠাকুরের উইকেট তুলে নিয়ে আইপিএলের চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান রশিদ খান। যা আইপিএলে এই আফগান তারকার প্রথম হ্যাটট্রিক। 

শেষ ওভার কলকাতার সামনে সমীকরণ ছিলো বেশ কঠিন। ৬ বলে ২৯ রান। কিন্তু কে জানতো এই সমীকরণ মিলিয়ে জয়ের উচ্ছ্বাসে ভাসবে দলটি। জশ দয়ালের করা সেই ওভারে টানা ৫টি ছক্কা হাঁকান রিঙ্কু সিং। তাতে রোমাঞ্চকর এক লড়াই শেষে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭