ইয়ুথ থট

সোলো এক্সপিডিশনে ইয়ালা পিক'র চূড়ায় বাংলাদেশের তানভীর


প্রকাশ: 12/04/2023


Thumbnail

(পর্ব-১)

স্বপ্নের নেপাল। হিমালয়ের কন্যা সে। সাদা সুউচ্চ পর্বত একে তুষারের শুভ্রতা দিয়ে আচ্ছন্ন করে রাখে গভীর আর মৌন সৌন্দর্যে। আর তাই যারা পাহাড় ভালোবাসেন, উচ্চতাকে ভালোবাসেন তাদের কাছে হিমালয় হলো স্বর্গ

এক একটা পাহাড় জয় করা যেনো পাহাড়প্রেমীদের কাছেও স্বপ্নের মতো। সেই স্বপ্নপূরণ করতে বাংলাদেশের থেকে যাত্রা করেন মোহাম্মদ তানভীর আলম। ছুয়ে আসেন ইয়ালা পিকের শিখর। ল্যাংটাং রিজিয়নের ইয়ালা পাহাড়ের উচ্চতা ৫৫২০ মিটার বা প্রায় ১৯ হাজার ফুট। সেই গল্প ও নেপাল পৌছানোর পর তার দিনলিপি নিয়ে লিখেছেন আমাদের কাছে।  তার গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরবো দুইটি ভিন্ন পর্বে। আজকের পর্বে থাকছে সেই গল্পের একাংশ।

৩০.১০.২২, দিন ১

সকাল ৬ টায় বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হওয়ার মাধ্যমে অভিযানের যাত্রা শুরু। কোন গাইড ছাড়া নিজের প্রচেষ্টায় নেপালের লাংটাং রিজিওনে ৫,৫০০ মিটার উচ্চতার ট্রেকিং চূড়া ইয়ালা পিক সামিট এই অভিযানের উদ্দেশ্য।

১২:৩০: ত্রিভূবন এয়ারপোর্ট, কাঠমান্ডু থেকে বের হয়ে হোটেল এর উদ্দেশ্যে ট্যাক্সি নিলাম। হোটেল ফ্লোরিড আজকের অস্থায়ী ঠিকানা। হাতে সময় না থাকায় ঢাকা থেকেই হোটেল বুকিং করে এসেছিলাম।যদিও রূম পছন্দ হয়নি কিন্তু ওদের নীচতলায় যে রেষ্টুরেন্ট তার জন্য হোটেল এর পিছনে খোলা উঠানে বসার ব্যবস্থাটা আমার খুব পছন্দ হয়েছে। ওদের রিসেপশনে ছোট্ট একটা লাইব্রেরী বা বইয়ের সংগ্রহ আছে। হোটেল এর লোকেশনটা অবশ্য অনেক ভালো, কাঠমান্ডুর প্রাণকেন্দ্র থামেলের জেড স্ট্রীটে এটির অবস্থান। এবং হোটেল মালিক মিঃ দিপক খুবই আন্তরিক। বাজেট হোটেল হিসেবে হোটেলটি ভালো।

সন্ধ্যায় কিছু প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে ও স্লিপিং ব্যাগ ভাড়া নিয়ে রূমে ফিরে ব্যাকপ্যাক গোছানো শুরু করলাম। কালকে সকালে বাস ধরতে হবে।

৩১.১০.২২, ২য় দিন
গন্তব্য সায়াব্রুবেসি


৭ টায় মাছাপোখারি বাস-স্ট্যান্ড এ এসে কয়েকজনকে সায়াব্রুবেসির কথা জিজ্ঞেস করলে লাল একটি বাস দেখিয়ে দিল (আসলে হেলপার এসে ডেকে নিল), বাসটির সামনে শুধু ডিলাক্স লেখা ছাড়া আর কিছু পড়তে পারলাম না। কারণ শুধু এটুকুই ইংরেজী শব্দ  এবং বাসটি যাত্রীতে পরিপূর্ণ।

তবে, বাসে যেহেতু আরো কয়েকজন ট্যুরিস্ট (ইউরোপীয়ান) আছে তাই নিশ্চিন্তে উঠে পরলাম। তবে সিট একবারে পিছনের সারির বাম পাশে কোণায় । যদিও অনেক দীর্ঘ রাস্তা তবু অনিচ্ছা সত্ত্বেও এই সিটেই বসে পরলাম কারণ পরের বাসের জন্য আবার ৪০ মিনিট অপেক্ষা করতে হবে যেটার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই।

৩১.১০.২২, ২য় দিন- গন্তব্য সায়াব্রুবেসি

৭ টায় মাছাপোখারি বাস-স্ট্যান্ড এ এসে কয়েকজনকে সায়াব্রুবেসির কথা জিজ্ঞেস করলে লাল একটি বাস দেখিয়ে দিল (আসলে হেলপার এসে ডেকে নিল), বাসটির সামনে শুধু ডিলাক্স লেখা ছাড়া আর কিছু পড়তে পারলাম না। কারণ শুধু এটুকুই ইংরেজী শব্দ  এবং বাসটি যাত্রীতে পরিপূর্ণ।

তবে, বাসে যেহেতু আরো কয়েকজন ট্যুরিস্ট (ইউরোপীয়ান) আছে তাই নিশ্চিন্তে উঠে পরলাম। তবে সিট একবারে পিছনের সারির বাম পাশে কোণায় । যদিও অনেক দীর্ঘ রাস্তা তবু অনিচ্ছা সত্ত্বেও এই সিটেই বসে পরলাম কারণ পরের বাসের জন্য আবার ৪০ মিনিট অপেক্ষা করতে হবে যেটার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই।

ড্রাইভার এবং হেলপার খুবই প্রফেশনাল; বাসের এক ইঞ্চিও ফাঁকা রাখে নাই। সিট পরিপূর্ণ হওয়ার পর মাঝখানের জায়গা বস্তা দিয়ে পরিপূর্ণ করেছে এবং  মাল বোঝাই সেই বস্তাগুলোকে আবার সিটে রূপান্তরিত করে তার উপর যাত্রীও বসাইছে । বাসটি লোকাল হলেও এসি ও টিভি আছে, এবং  সবার বিনোদনের জন্য হেলপার প্রায় পুরো রাস্তা টিভিতে নেপালি ও হিন্দি মিউজিক ভিডিও চালু রেখেছে।

গন্তব্যে পৌঁছানোর আগে দুই জায়গায় পুলিশ চেক পোস্টে এন্ট্রি করতে হয়েছে এবং ধুনচেতে আর্মি চেক পোস্টে ব্যাগ চেকিং করাতে হয়েছে। বাংলাদেশ এর কথা শুনে ব্যাগ খুলে নাই। চেকপোস্ট এর পাশেই ট্রেকিং পারমিশন সেন্টার, ওখান থেকে ১৫০০ রূপি (সার্ক কান্ট্রি না হলে ৩০০০ রুপি) দিয়ে পারমিশন নিয়ে নিলাম।

সন্ধ্যা ৫:৩০ এ সায়াব্রুবেসিতে এসে পৌঁছালাম, ১০:৩০ ঘন্টার বাস জার্নি। বাস জার্নিটা প্রথমে উপভোগ্য থাকে, ভ্রমন শুরুর উত্তেজনা এবং চারপাশে মনোরম দৃশ্য। কিন্তু যত সময় গড়ায় তত বিরক্ত লাগে, কখন জার্নি শেষ হবে শুধু এই চিন্তা মাথায় ঘুরপাক খায়।  পিছনের সিটে যতটা ঝাঁকির আশা করেছিলাম অল্প কিছু জায়গা ছাড়া সেটা পাইনি।

হোটেল গার্ডেন ইন  আজকের ঠিকানা। হোটেলের পিছনের উঠানটি একেবারে নদীর কোল ঘেঁষে। উঠানে বসলে ত্রিশুলি নদীর তীব্র স্রোতের অনবরত শব্দ একধরনের ঘোর তৈরি করে, সাথে ঠান্ডা বাতাস আর ঝিঁঝিঁ পোকার ডাক সেই ঘোরের মাত্রা বাড়িয়ে মোহাবিষ্ট করে কল্পনার কোন এক জগৎ এ নিয়ে আছড়ে ফেলে।

১.১১.২২, ৩য় দিন

আজকে ট্রেকিং শুরু, মানে ট্রেকিং এর প্রথম দিন। আজকে গন্তব্য লামা হোটেল, দূরত্ব ১১ কিঃমিঃ।

২৫+ কেজি ব্যাকপ্যাক এর জন্য একবার পোর্টার নেয়ার চিন্তা করেও পরে নিজেই বহন করার সিদ্ধান্ত নেই।

সকাল ৭টায় হাঁটা শুরু করলাম। ট্রেইলের শুরুতে একটা চেকপোস্ট পরে, ডাকল না দেখে নিজে গিয়ে পারমিশন দেখাতে চাইলাম তাও দেখল না। হাঁটা শুরু করার একটু পরেই একটা Y জাংশনে এসে দ্বিধায় পরে গেলাম। আমিতো লামা হোটেল যাব, কিন্তু সাইনবোর্ডে লামা বা লাংটাং এর কোন নাম নেই। ডানদিকে দেখাচ্ছে কিওয়াহারি আর বাম দিকের নামটা ঠিক মনে নেই। রাস্তাটা উপরের দিকে লুপের মত উঠে গেছে তাই ম্যাপ দেখেও ১০০% বুঝতেছিনা কোন দিকে যাব। পরে ডানে বামে দুই দিক দিয়ে উঠানামা করে বুঝলাম রাস্তা ডানদিকের টা এবং একজন স্থানীয় বাসিন্দা ঐখান দিয়ে যাচ্ছিলেন তাঁর সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিলাম যে রাস্তা ডানদিকেরটা। এখান থেকে ট্রেলটি লাংটাং খোলার (নদী) পাশ দিয়ে চলে গেছে।


রাতে ব্যাগের ওজন নিয়ে যে একটু চিন্তা ছিল হাঁটা শুরু করার পরে সেটি চলে গেছে। খুব সহজেই এই ওজন নিয়ে একটানা ২ ঘন্টা হেটে ডোমেন চলে আসলাম এবং প্রথম বিরতি নিলাম। ট্রেলটি এখানে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। ডোমেন থেকে বেম্বো পর্যন্ত পরের ২ ঘন্টা একটু কষ্ট হয়েছে কারণ রাস্তাটা উপরের দিকে উঠে গেছে। তবে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে শেষের ৩ ঘন্টা বেম্বো থেকে রিমচে পর্যন্ত। এই রাস্তাটা ৬০০ মিটার উপরের দিকে উঠে গেছে এবং শেষ ৫০০ মিটার খাড়া।তারউপর ৯০% রাস্তা উঁচু সিঁড়ি। এই সিঁড়ি গুলো উঁচু হওয়ার কারণে আমি হাতের পোল থেকে তেমন একটা সাপোর্ট নিতে পারছিলাম না। যে কারণে পুরো ভর আমার উরুর সামনের মাংসপেশীতে এসে পরে। একপর্যায়ে এমন একটা অবস্থা দাঁড়ায় যে আমার পেশীগুলো ক্লান্ত হওয়া সত্ত্বেও দাঁড়াতে পারছিনা, কারণ দাঁড়ালেই পায়ের মাংসপেশি ক্রাম্প করছে। ভাবছি কোন ভাবে রিমচে পর্যন্ত পৌঁছাতে পারলে আজকে আর সামনে আগাবো না, তবে নেপালি একটি যুগল সাহস দিল এবং ঠিক করলাম লামাতেই যাব। রিমচে থেকে লামা পর্যন্ত রাস্তা কিছুটা সমতল ও কিছুটা ডাউনহিল। সিঁড়ির পুরো রাস্তাটা আমি মনে মনে একটা বাক্যই আওড়াইছি সেটা হল 'আই হেট সিঁড়ি'।

বেম্বোর কিছুদূর পর লাঞ্চের জন্য বিরতি নেই। আমি সাধারণত নিরিবিলি জায়গায় লাঞ্চ করতে পছন্দ করি। যেহেতু প্রায় সবাই বেম্বোতে লাঞ্চ সেরে ফেলে তাই আমি যেখানে বসেছি এখানে তেমন কেউ থামে না। এখান থেকেই রাস্তাটা খাড়া উপরের দিকে উঠে গেছে।

বিকাল ৩:৩০ এ লামা হোটেল এসে পৌঁছালাম। রাতে এবং সকালে খাব এই চুক্তিতে রূম ফ্রীতে নিলাম। এই জায়গাটা নদীর পাড়ে এবং জঙ্গলের ভিতরে। রূমে ব্যাগ রেখে হাতে চা নিয়ে নদীর পাড়ে চলে আসলাম বিকালটা উপভোগ করার জন্যে।

৪র্থ দিন, ০২.১১.২২- গন্তব্য মুন্ডু, দূরত্ব ১৩ কিঃ মিঃ, উচ্চতা ৩৪০০ মিটার

সকাল ৬:৪৫ এ লামা হোটেল থেকে মুন্ডুর  উদ্দেশ্যে ট্রেকিং শুরু করলাম। কয়েকবার ভালো করে ম্যাপের কন্টুর লাইনগুলো চেক করলাম, না আজকের রাস্তা ওতো খারা না।

ট্রেক শুরুর ঘন্টাখানেক পরে ঘুমনাচক নামক একটা জায়গায় এসে পৌঁছাই, যার উচ্চতা ২৭০০ মিটার। যদিও এত তাড়াতাড়ি চা পানের বিরতি নেওয়ার কোন ইচ্ছে নেই তারপরও জায়গাটির আকর্ষণ এড়াতে না পেরে এইখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করি। এখানে রাস্তাটা নদীর পাশ দিয়ে চলে গেছে এবং রাস্তার পাশে একমাত্র লজটির নাম রিভারসাইড হোটেল। লেমন টি হাতে নিয়ে নদীর দিকে তাকিয়ে ইচ্ছে করছে এখানে সারাটা দিন পার করে দেই, অসাধারণ সুন্দর একটি জায়গা। একদিকে নদীর সৌন্দর্য আরেকদিকে লাংটাং লিরুঙের চূড়ার সৌন্দর্য আমাকে বিমোহিত করে ফেলছে।

চা বিরতির পর ট্রেকিং শুরুর কিছুক্ষণ পরে বনের মাঝে ঝিরি বা নদীর উপরে সুন্দর একটি কাঠের ব্রীজের ছবি তোলার সময় হাতের গ্লাভস হারিয়ে ফেলি। পরে গ্লাভসটি উদ্ধার করার জন্য ওই একই রাস্তায় দুইবার পুনরায় উঠা নামা করি কিন্তু দুর্ভাগ্যক্রমে গ্লাভসটি আর খুঁজে পাই নি। গ্লাভস এর আশা বাদ দিয়ে সামনে আগানো শুরু করি, একটু পরেই জঙ্গলের ভিতর লাঙ্গুর (বানর প্রজাতি) দেখতে পাই। বনের ভিতর বন্য প্রাণী দেখার অনূভুতিই অন্যরকম।

ভিড় এড়িয়ে লাঞ্চ করার জন্য ম্যাপ দেখে চামকি নামক একটা জায়গা ঠিক করে রাখি। কারন আমার হিসাব মতে ওই জায়গায় পৌঁছাতে দুপুর একটা বেজে যাবে এবং সাধারণত অন্যান্য ট্রেকাররা এর আগে লাঞ্চ সেরে ফেলবে। সাধারণত বেশিরভাগ ট্রেকার দুপুর বারোটার দিকে লাঞ্চ করে ফেলে। আমার সৌভাগ্যই বলতে হবে চামকিতে একটি মাত্র বেকারি শপ এবং এটি সম্পূর্ণ ফাঁকা। কেরট কেক আর হট চকলেট অর্ডার করে বেকারির বাইরের উঠোনে অপেক্ষা করতে লাগলাম। আমার সামনে সাদা শুভ্র ও সবুজে আচ্ছাদিত পাহাড়গুলো মাথা উঁচু করে তার সৌন্দর্য ও বিশালতা জানান দিচ্ছে। আমি অপার নয়নে সেই সৌন্দর্যের দিকে তাকিয়ে আমাকে স্বাগতম জানানো মেয়েটির কথা ভাবছিলাম। কেন যেন মনে হচ্ছে ওর ভিতরে একটা গল্প আছে। এবং চেহারায় অদ্ভূত একধরনের মায়া ফুটে আছে। অর্ডার দেয়ার সময় কোন কথা হয়নি, কারণ ও কথা না বলে ইশারায় এবং লিখে যোগাযোগ করছে। আমার মনে হয় ও ইংরেজী জানে না এবং প্রশ্নগুলো কাউকে দিয়ে আগে থেকে লিখে রাখছে। খাওয়া শেষে বিল দেয়ার সময় আমার ভূল ভাঙ্গে এবং অবাক হয়ে দেখি ও ইংরেজী কমিকস বই পড়ছে। তারমানে ও ইংরেজী জানে, তাহলে কথা বলল না কেন? যখন নিজেই প্রশ্নের উত্তরটা পেলাম তখন মনটা বিষন্ন হয়ে গেল, বুঝতে পারলাম ও কথা বলতে পারে না। গল্প করার ইচ্ছেটা দমন করে রওনা দিলাম, কারণ সন্ধ্যার আগে মুন্ডু পৌঁছাতে হবে। মনে মনে ঠিক করে রাখলাম যদি এই রাস্তা দিয়ে ফিরি তবে ওর গল্প শুনব।

একটা মজার ব্যাপার হচ্ছে রাস্তায় বেশিরভাগ নেপালিরা প্রথমে ওদের ভাষায় কথা শুরু করে, পরে যখন শুনে বাংলাদেশী তখন অনেক উচ্ছাস প্রকাশ করে।

লাংটাং গ্রামের আগে একটি লজে এক ভদ্রমহিলা সিবাকথর্ন জুস খাওয়ার জন্যে ডাক দেয়, প্রথমে দাঁড়ানোর ইচ্ছে না থাকলেও পাহাড়ে এই জুস পানের তীব্র ইচ্ছা আমাকে দাড় করিয়ে দিল। জুস পান করার পর নিজেকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম। ভদ্রমহিলা জুসটা সত্যি অনেক ভালো বানিয়েছেন।

লাংটাং ভিলেজ থেকে প্রায় মুন্ডু পর্যন্ত একটি সীমানা প্রাচীর চলে গেছে যেটি প্রায় ৫০০ মিটার লম্বা এবং এটি মানি ওয়াল নামে পরিচিত। ওয়ালটির শেষ ২০০ মিটার অবশ্য বেশি পুরনো না। এখানকার তিব্বতিয়ানরা লামা উপজাতি। এদের পূর্বপুরুষরা একটা কাগজে স্থানের বর্ণনা করে তার উপর এই সীমানা প্রাচীর তৈরি করে।

ঘড়িতে বিকাল ৫ টা, মুন্ডুতে চলে আসছি।  'এভারেস্ট হোটেল' লজটি পছন্দ হয়েছে, অনেক পরিছন্ন এবং রুম থেকে ভিউটা অনেক সুন্দর। এই প্রথম আমি উঁচু উচ্চ স্থানের লজে হাই কোমড পেলাম। আধুনিকতার ছোঁয়া এখানেও চলে আসছে।

পথে ওমর ও চন্দন প্রাসাদ এর সাথে পরিচয় হয়, ওরা নেপালের এটোরাতে থাকে। ওরা মূলত মোটরসাইকেল ভ্রমণ বা এডভেঞ্চার করতে বেশী পছন্দ করে। বছরে একবার ট্রেকিং এ বের হয়। ওঁরাও একই লজে উঠছে। ওরা  শুধু কায়ানজি রি পর্যন্ত যাবে। আমার মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় চন্দন ওর মোবাইলের ইন্টারনেট শেয়ার করে যার মাধ্যমে আমি পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হই‌। এই জায়গায় নেপাল টেলিকম এর নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, কিন্তু আমার সিম এনসেল এর হওয়ায় নেটওয়ার্ক পাচ্ছি না। আজ রাত্রে এখানেই। কাল আবার যাত্রার চিন্তা নিয়ে ঘুমিয়ে পরি।

(চলবে........................)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭