ইনসাইড বাংলাদেশ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে সালমান এফ রহমানের শোক


প্রকাশ: 12/04/2023


Thumbnail

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

বুধবার (১২ এপ্রিল) মাননীয় উপদেষ্টা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সালমান এফ রহমান এমপি উল্লেখ করেন, ‘মহান মুক্তিযুদ্ধ, ওষুধশিল্প ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের সময়ে আগরতলার মেলাঘরে তাঁর গড়ে তোলা বাংলাদেশ ফিল্ড হাসপাতালের ধারাবাহিকতাতেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় তিনি সাভারে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র যার মাধ্যমে সহনীয় মূল্যে জনগণ মানসম্মত চিকিৎসা পেয়ে যাচ্ছে। ঔষধ নীতি প্রণয়নে ডা. জাফরুল্লাহ এর দুরদর্শী এবং সহায়ক কার্যক্রম বাংলাদেশে এই শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

সালমান এফ রহমান এমপি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধকালে মেডিকেল টিমের অন্যতম চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এবং জনস্বাস্থ্য উন্নয়নে তাঁর অবদান জাতি কৃতজ্ঞতা সহকারে স্মরণ করবে।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭