ইনসাইড এডুকেশন

বাংলা নববর্ষের সকালে শিক্ষার্থীদের র‍্যালি আবশ্যক: মাউশি


প্রকাশ: 12/04/2023


Thumbnail

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর সব মাধ্যমিক স্কুল ও কলেজে পহেলা বৈশাখের দিন জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে। বুধবার (১২ এপ্রিল) মাউশি পরিচালক অধ্যাপক শাহেদুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যথাযথ গুরুত্ব দিয়ে নববর্ষ উদযাপনের বিষয়ে মঙ্গলবার সব স্কুল ও কলেজে এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।

মাউশি বলছে, নববর্ষে উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে নববর্ষের সকালে আবশ্যিকভাবে র‍্যালি করতে হবে। এ ছাড়া সুবিধাজনক সময়ে নতুন কারিকুলামের সঙ্গে সমন্বয় করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

আগামী শুক্রবার পহেলা বৈশাখ। প্রতিবছর এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭