ইনসাইড বাংলাদেশ

রিজভী বললো ‘অ্যাটাক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/02/2018


Thumbnail

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেকপন্থীদের এক হাত নিলেন সিনিয়র নেতারা। তারেকপন্থী নেতাদের কর্মসূচিতে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির রুদ্ধদ্বার বৈঠকে।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে কালো পতাকা মিছিলে পুলিশী হামলা এবং নতুন করে গ্রেপ্তার প্রসঙ্গ আলোচিত হয়। বৈঠকে নয়া পল্টনে উপস্থিত একজন স্থায়ী কমিটির সদস্য জানালেন ‘আমাদের ছেলেরা পুলিশের উপর ইট-পাটকেল ছুড়ল কেন?’ অন্য একজন নেতা প্রশ্ন করেন ‘গয়েশ্বরের ছেলের বউ কত বড় নেতা, সে মিডিয়াতে ইন্টারভিউ দেয় কেন?’ বৈঠকে একজন নেতা জানান ‘আমরা কালো পতাকা নিয়ে দাঁড়ালাম, পুলিশ এসে বলল, আপনারা রাস্তা ছেড়ে ফুটপাতে দাঁড়ান। অমনি রিজভী বললো, অ্যাটাক।’ ব্যরিস্টার মওদুদ বললেন, ‘রিজভী কেন এসব করছে? ওকি চরমপন্থী?’ তিনি আরও বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে শান্তিপূর্ণ আন্দোলন করতেই হবে। হঠাৎ করে ইট মারা, স্যান্ডেল মারা এগুলোর দরকার কি? মির্জা ফখরুলও বললেন, ‘আমরা যে কোনো মূল্যে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। রিজভী, সোহেলকে থামাতে হবে। প্রয়োজনে ওদের কর্মসূচিতেও আসা বন্ধ করতে চাই।’ স্থায়ী কমিটির অন্য সদস্যরাও এর সঙ্গে একমত পোষণ করেন। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা ভবিষ্যতের কর্মসূচিতে পুলিশের প্রতি উস্কানিমূলক কোনো কিছু না করার সিদ্ধান্ত নেন।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭