ইনসাইড গ্রাউন্ড

আনচেলত্তির আক্ষেপ, ল্যাম্পার্ডের আশা


প্রকাশ: 13/04/2023


Thumbnail

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে ইংলিশ ক্লাব চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এই জয়ের পরও খুব একটা স্বস্তিতে থাকতে পারছেন না রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তেমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমের সামনে।

সান্তিয়্যাগো বার্নাব্যুতে ১-০তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৮ মিনিটে দশ জনের দলে পরিণত হয় চেলসি। রদ্রিগোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেন চিলওয়েল। ৭৪ মিনিটে বদলি হিসেবে নেমে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। তবে ঘরের মাঠ জয়ের ব্যবধানটা আরো না বাড়ায় হতাশ রিয়াল কোচ। ১০ জনের দলের সুবিধাটা তার দল নিতে পারেনি বলে মনে করেন তিনি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মলনে তিনি বলেন, ‘আমরা জিতেছি কিন্তু এরপরও আমাদের ভুগতে হতে পারে। মাঠে সংগ্রাম করলেও চেলসি ভালো দল, ওদের অনেক ভালো ফুটবলার আছে। ফলে ১১ জনের চেলসির বিপক্ষে আমরা যে ফুটবল খেলেছি, ১০ জনের চেলসির বিপক্ষে আমরা তা করতে পারিনি। ব্যবধানটা বেশি হলে তা আমাদের সুবিধা দিতো। আমরা ভালো খেলেছি কিন্তু তারপরও আমাদের উদ্যমে ঘাটতি ছিল। এখন আরো ৯০ মিনিট লড়াই করতে হবে আমাদের।’

ব্যবধান না বাড়ায় আক্ষেপ ঝড়েছে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার কণ্ঠেও। চেলসির বেশ কয়েকটি আক্রমণ রুখে দিয়ে স্কোর বোর্ড ক্লিনশিট রাখার কৃতিত্ব তো এই বেলজিয়ান গোলরক্ষকেরই। ব্যবধান না বাড়ায় কোচের মতো হতাশ তিনিও। বলেন, ‘আমরা ভালো করেছি, তবে এটাও ঠিক আমরা তিন নম্বর-চার নম্বর গোলটা করতে পারিনি। ফিরতি লেগে এই অপেক্ষাটা বেশি দীর্ঘায়িত হবে না আশা করি।’

এদিকে, রিয়ালের বিপক্ষে হারকে ‘বাস্তবতা’ হিসেবে উল্লেখ করেছেন চেলসির অন্তর্বতীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। দলের যে অবস্থা তাতে, চেলসির প্রত্যাশা খুব একটা বড় ছিলো না। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ল্যাম্পার্ড বলেছেন,  ‘ম্যাচে বেশ কিছু ইতিবাচক জিনিস দিক খুঁজে পেয়েছি, তবে ম্যাচের ফলাফল কিন্তু বাস্তবতার পক্ষেই কথা বলছে।’ তবে এখনো চেলসির ঘুরে দাড়ানোর সামর্থ্য আছে বলেই বিশ্বাস করেন ল্যাম্পার্ড। ‘স্টামফোর্ড ব্রিজে অনেক সময় বিশেষ কিছু, অভাবনীয় কিছু ঘটেও যায়।  আমরা দল হিসেবে যথেষ্ট ভালো। আমি শুধু ফুটবলারদের আত্নবিশ্বাস ফিরে পেতে বলেছি।’

দ্বিতীয় দফায় চেলসির দ্বায়িত্ব নিয়ে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেলেন ল্যাম্পার্ড। আর টানা চার ম্যাচে প্রতিপক্ষের জালে কোন গোল দিতে পারলো না স্টামফোর্ড ব্রীজের দলটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭