ওয়ার্ল্ড ইনসাইড

অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর পদক্ষেপ


প্রকাশ: 14/04/2023


Thumbnail

জমির মালিকানা ইস্যুতে ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের লড়াইয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করে শুনানির দিন ধার্য করে দিয়েছিল বিশ্বভারতী। 

কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারেননি নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। যদিও অমর্ত্য সেনকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছিল। শুনানিতে অনুপস্থিত থাকায় অমর্ত্য সেনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন অনুযায়ী আগামী ১৯ এপ্রিল অমর্ত্য সেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সে বিষয়টি অমর্ত্য সেনের আইনজীবীকে ইমেইলের মাধ্যমে নোটিশ পাঠিয়ে জানিয়ে দিয়েছেন বিশ্বভারতীর রেজিস্ট্রার।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জারি করা সেই নোটিশ অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তীকে ইমেইল করা হয়েছে। নোটিশে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন অনুযায়ী আগামী ১৯ এপ্রিল কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ওই জমি থেকে উচ্ছেদ করে দখল নেওয়া হবে। 

তাছাড়া ২৯ মার্চ অমর্ত্য সেনকে শুনানির জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ ডেকে ছিল। কিন্তু তখন তিনি সময় চেয়েছিলেন। আইন অনুযায়ী এক সপ্তাহের বেশি সময় দেওয়া যায় না। তাই আগামী ১৯ এপ্রিল কড়া সিদ্ধান্ত নেওয়া হবে।

খবরে বলা হয়েছে, অমর্ত্য সেনের আইনজীবী এই নোটিশের প্রেক্ষিতে জবাব দিতে পারবেন। আবার এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে পরিস্থিতি অগ্নিগর্ভ হতে পারে বলে মনে করা হচ্ছে। 

অমর্ত্য সেনের দাবি, জমি যে তার বাবা কিনেছিলেন, বিশ্বভারতী তা মানতে নারাজ। আর অমর্ত্য সেন বিদেশে থাকায় এখন আসতে পারবেন না। তাই জমি সংক্রান্ত কাগজপত্র তার কাছে নেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭