ইনসাইড বাংলাদেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে: বিএসএফ মহাপরিচালক


প্রকাশ: 15/04/2023


Thumbnail

ভারত-বাংলাদেশ সীমান্তে ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং দুই দেশের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন। 

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষ তিনি একথা বলেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শনে আসেন। দুপুরে ভারতীয় ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করে বাংলাবান্ধা জিরোপয়েন্ট আসেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিএসএফ মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। 

দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজিবির রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়। এসময় ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে বলে মন্তব্য করেন বিএসএফ মহাপরিচালক ড. এস এল থাউসেন। 

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। 

বিজিবি অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে বিএসএফ মহাপরিচালকের এই সফর। এছাড়া সীমান্তের অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে।

এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান,পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান, সহকারী পরিচালক হাছানুর রহমানসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭