ইনসাইড গ্রাউন্ড

বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ


প্রকাশ: 17/04/2023


Thumbnail

ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া আবু নাঈম সোহাগকে আর বাফুফেতে ফেরানো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদি। সোমবার (১৭ এপ্রিল) বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে এ মন্তব্য করেন তিনি। 

বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় ইমরান হোসেনকে। ভারপ্রাপ্ত এই সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি। 

এর আগে, আর্থিক অনিয়মের দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হন আবু নাঈম সোহাগ। দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা। নিষিদ্ধ হওয়ার পর আইনজীবীর মাধ্যমে পাঠানো বিবৃতিতে ফিফার নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ, উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাতমূলক বলে সোহাগ জানিয়েছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা। সোহাগের শুন্য পদ তিন দিনের মধ্যে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে পূরণ করল বাফুফে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭