ওয়ার্ল্ড ইনসাইড

আমেরিকা আর পরাশক্তি নেই, দাবি ইরানের


প্রকাশ: 18/04/2023


Thumbnail

বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার প্রভাব হারিয়ে যাচ্ছে এবং তার শক্তি ক্ষয়ে আসছে উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা তার অস্তিত্ব হারিয়েছে এবং নতুন একটি শক্তি জেগে উঠছে।

ইরানি মুখপাত্র বলেন, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আর নেই এবং আমেরিকা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত হলেও দেশটি এখন আর কোনওমতেই পরাশক্তি নয়।

সোমবার রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে কানয়ানি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরানের সক্ষমতার আওতায় এবং আন্তরিক ও আন্তর্জাতিক পর্যায়ে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার কারণে ইরানের প্রশাসন জাতীয় স্বার্থে কিছু সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করার চেষ্টা করছে যা আঞ্চলিক দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা করবে এবং এ এলাকার সংঘাত দূর করবে।

নাসের কানয়ানি বলেন, ইরান বহুবার বলেছে এবং আবারও বলছে যে, তার পররাষ্ট্র নীতি সুনির্দিষ্ট কোনও একটি অঞ্চল কিংবা কোনও একটি জোটে সীমাবদ্ধ থাকবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭