ইনসাইড বাংলাদেশ

‘দুই-চারটা উকিল পেটাও’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/02/2018


Thumbnail

প্রয়োজনে আমি আদালতে যাবো, ম্যাডামের জামিনের জন্য আবেদন করবো, আমার মনে হয় আমি এইসব উকিলের চেয়ে ভালো করবো।’ ক্ষুদ্ধ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এভাবেই দলীয় কার্যালয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রুহুল কবির রিজভীর আইনে ডিগ্রি আছে, বারের সনদও আছে। আইন পেশা না করলেও তার অ্যাডভোকেট পদবী ঠিকই রয়েছে। রোববার আইনজীবীদের কান্ড দেখে এরকমই মন্তব্য করলেন রিজভী।

রিজভী এ প্রসঙ্গে উদাহরণ দিলেন, আওয়ামী লীগের প্রয়াত নেতা জিল্লুর রহমানের। কর্মীদের বললেন ‘জিল্লুর সাহেব তো শেখ হাসিনার মুক্তির জন্য গায়ে কোর্ট তুলে নিয়েছিলেন।’

এক কর্মী টিপ্পনী কেটে বললেন, ‘শেখ হাসিনা তো জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি বানিয়েছিল। ম্যাডাম আপনাকে কি বানাবে? আপনিও কি রাষ্ট্রপতি হতে চান?’ এরপর রিজভী কর্মীদের শাসন করেন। বলেন, ‘আমারে না পচাইয়া, দুই চারটা উকিল পেটাও, তাইলে বুঝবো।’

উল্লেখ্য রোববার হাইকোর্টে বেগম জিয়ার জামিন আবেদনের শুনানিতে বিএনপির আইনজীবীদের ভূমিকা নয়া পল্টনে অবস্থানরত নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭