ইনসাইড বাংলাদেশ

ফখরুলকে ফিরিয়ে দিলেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/02/2018


Thumbnail

বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় ড. কামাল হোসেনের আইনি সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার রাতে ড. কামাল হোসেনকে ফোন করেন বিএনপি মহাসচিব। কুশল বিনিময়ের পর, মির্জা ফখরুল কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ব্যক্ত করেন। ড. কামাল জানতে চান, কী বিষয়ে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন রাখ ঢাক না রেখেই বললেন, ‘ম্যাডামের মামলার বিষয়ে।’ কিছুটা ইতস্তত, ড. কামাল বলেন, ‘আমি তো ক্রিমিনাল ল’ প্রাকটিস করিনা। তাছাড়া আপনাদের দলেই তো অনেক ভালো ল’ইয়ার আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এটাকে তারা আন্দোলনের একটা প্লাটফরম বানাতে চান।’ ড. কামাল বলেন, ‘এই মামলায় তিনি যুক্ত হতে চান না। মির্জা ফখরুল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে, ড. কামাল বলেন, ‘আমি দেশের বাইরে যাচ্ছি। ফিরে আসার পর সাক্ষাৎ করবো।’

একাধিক সূত্র জানিয়েছে, দলের আইনজীবীদের উপর আস্থা রাখতে না পেরে বেগম জিয়ার আত্মীয় স্বজনের পরামর্শে তিনি ড. কামালের সঙ্গে যোগাযোগ করেন। তাদের প্রথম পছন্দ ছিল ব্যরিস্টার রফিকুল হক। কিন্তু শারিরীক ভাবে বেশ অসুস্থ থাকার কারণে, তিনি বেশ কিছুদিন কোর্টে যেতে পারছেন না।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭