ওয়ার্ল্ড ইনসাইড

‘আফগান স্টাইলে’ ইউক্রেনকে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র


প্রকাশ: 25/04/2023


Thumbnail

কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে ওয়াশিংটন আফগানিস্তানকে যেরকম বার্তা দিয়েছিল ঠিক তেমন বার্তা দিয়েছে ইউক্রেনকে। 

গতকাল সোমবার বাইডেন প্রশাসনের অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো।

পলিটিকোর তথ্য অনুসারে, ওয়াশিংটন ইউক্রেনকে ব্যাপকভাবে সৈন্য মোতায়েন না করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে অনেক বেশি প্রত্যাশা না করারও কথা বলেছে বাইডেন প্রশাসন। 

২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতা দখলের আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে ঠিক এই ধরনেরই বার্তা দিয়েছিল বাইডেন প্রশাসন। 

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের সামরিক অভিযান চালাবে বলে অনেকদিন থেকে জল্পনা চলে আসছে কিন্তু আমেরিকা ভয় পাচ্ছে আদৌ এই অভিযান সফল হবে কিনা। এরকম প্রেক্ষাপট থেকে বাইডেন প্রশাসন ইউক্রেনকে এই সতর্ক বার্তা দিয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭