ইনসাইড বাংলাদেশ

সীতাকুণ্ডে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশ: 27/04/2023


Thumbnail

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপিসহ অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ। এর আগে, বুধবার মামলাটি করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডে যুবদলের সমাবেশ চলছিল। সেখানে নিজেদের মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধে জড়ায় তাদের দুটি গ্রুপ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপর হামলা ও কয়েকটি প্রাইভেটকার ভাংচুর করেন তারা। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

ওসি তোফায়েল আহমেদ বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা করছিল তারা। এছাড়া অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭