ইনসাইড বাংলাদেশ

'বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩': প্রতিবেদন আহ্বান


প্রকাশ: 29/04/2023


Thumbnail

জুয়েলারি শিল্প এ দেশের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতির প্রাচীনতম অনুষঙ্গের অন্যতম। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এ খাত বাংলাদেশের সম্ভাবনা দিন দিন বাড়ছে। সঠিক পরিকল্পনা ও বৃহৎ বিনিয়োগ নিশ্চিত করা গেলে জুয়েলারির বিশ্ববাজারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান করে নিতে পারে। নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় বাজারের বিকাশ এবং রপ্তানি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ শিল্প খুলে নিতে পারে।

তবে বিপুল সম্ভাবনা সত্ত্বেও জুয়েলারি শিল্পের সামনে রয়েছে নানা প্রতিবন্ধকতা। এসব সীমাবদ্ধতা দূর করে সম্ভাবনার দুয়ার খুলে দিতে এ খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যত সম্ভাবনা ও সমস্যার প্রকৃত চিত্র উঠে আসা জরুরি। এক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বাস্তবতায় জুয়েলারি শিল্প নিয়ে তথ্যবহুল, অনুসন্ধানী ও গবেষণাধর্মী কাজে গণমাধ্যম কর্মীদের উৎসাহিত করা এবং সেরা প্রতিবেদনগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সেই লক্ষ্যে প্রথমবারের মধ্যে 'বাজুস মিডিয়া ২০২৩' প্রদান করা হবে। এজন্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ প্রতিবেদন আহবান করা হচ্ছে।

যেসব ক্যাটাগরিতে 'বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩' প্রদান করা হবে
স্বর্ণ ও জুয়েলারি শিল্প খাত নিয়ে সেরা প্রতিবেদনের জন্য নিম্নলিখিত ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। 

১. সংবাদপত্র (বাংলা): বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রে প্রকাশিত সেরা প্রতিবেদন। 
২. সংবাদপত্র (ইংরেজি): বাংলাদেশ থেকে প্রকাশিত ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত সেরা। 
৩. অনলাইন নিউজপোর্টাল: বাংলাদেশ থেকে পরিচালিত অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত সেবা প্রতিবেদন। 
৪. টেলিভিশন: বাংলাদেশের যে কোনো টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ প্রতিবেদন। 

প্রতিবেদনের বিষয় 
১. বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জুয়েলারি শিল্পের অবস্থা, ২. স্বর্ণ নীতিমালার বাস্তবায়ন, ৩. অলঙ্কারের মান ও ডিজাইন ৪. রপ্তানি সম্ভাবনা ও প্রতিযোগিতা সক্ষমতা, ৫. অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান, ৬. বিনিয়োগ চ্যালেঞ্জ ও সম্ভাবনা, ৭. রাজস্ব ব্যবস্থাপনা ও নীতিগত ইস্যু, ৮. হয়রানি ও প্রতিবন্ধকতা, ৯. চোরাচালান প্রতিরোধ ইত্যাদি।

পুরস্কারের সংখ্যা ও মান 

প্রতিটি ক্যাটাগরিতে ৩টি করে মোট ১২টি পুরস্কার দেয়া হবে। দেশের প্রথিতযশা সাংবাদিকদের নিয়ে গঠিত একটি নিরপেক্ষ জুরীবোর্ড সকল প্রতিবেদনের মান যাচাই করবেন। এই জুরী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। জুরী বোর্ডের মুল্যায়নের ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের মান নিম্নরূপ- 
প্রথম পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র। 
দ্বিতীয় পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র।  
তৃতীয় পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭