ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশ: 30/04/2023


Thumbnail

জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে সিদরাতুল মুনতাহার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু সিদরাতুল মুনতাহার উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের মাহমুদুল হাসান সুমন এর মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়িতে এসে শিশু সিদরাতুল মুনতাহারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে বাবা মাহমুদুল হাসান সুমন। এক পর্যায়ে তার বাড়ির সামনে সুন্দরগাড়ি নামক পুকুরে শিশুটিকে ভাসতে দেখলে চিৎকার দেন তিনি। পরে প্রতিবেশীরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ফয়সল নাহিদ জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটি হাসপাতালে নিয়ে আসেন তার চাচা আতিকুর রহমান। ওই শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে ওই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭