ইনসাইড বাংলাদেশ

হাসান আরিফ খালেদার প্রধান আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/02/2018


Thumbnail

জিয়া অরফানেজ মামলায় হাইকোর্টে আপিলে বেগম জিয়ার প্রধান কৌসুলী হবেন অ্যাডভোকেট হাসান আরিফ। অ্যাডভোকেট হাসান আরিফ সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ওয়ান ইলেভেন সরকারের আইন উপদেষ্টা। তিনি আইন উপদেষ্টা থাকা অবস্থায় ড. ফখরুদ্দিন আহমদ এর তত্ত্বাবধায়ক সরকার বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। বিএনপির আইনজীবীদের উপর আস্থাহীনতা থেকেই একরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বেগম জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। ৮ ফেব্রুয়ারি বিশেষ আদালতে এই রায় ঘোষণার পর থেকে বেগম জিয়া কারাগারে আছেন। এই মামলায় বিএনপির আইনজীবীদের প্রতিযোগিতা এবং সমন্বয়হীনতা ক্রমশ: প্রকট হয়ে উঠছে। এই পরিপ্রেক্ষিতেই বেগম জিয়ার পরিবার দলীয় আইনজীবীর বাইরে, একজন পেশাদার আইনজীবীকে মামলার দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যোগাযোগ করা হলে, সাবেক অ্যাটর্নি জেনারেল, বেগম জিয়ার মামলার ফাইল গ্রহণের কথা স্বীকার করেন। তবে তিনি বলেন ‘একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই মামলা লড়তে চাই।’

আপনি আইন উপদেষ্টা থাকা অবস্থায় এই মামলা হয়েছিল। এখন আপনিই আবার আসামির আইনজীবী এটা স্ববিরোধীতা কিনা, জানতে চাইলে হাসান আরিফ বলেন, ‘এই মামলা আইন মন্ত্রণালয় করেনি, করেছে দুদক। কাজেই স্ববিরোধিতার কোনো প্রশ্নই আসে না।’

বিএনপি আইনজীবীরা হাসান আরিফকে মুখ্য কৌসুলী হিসেবে কতটা গ্রহণ করবে সেটিই দেখার বিষয়।


বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭