কোর্ট ইনসাইড

হাইকোর্টেও হারলো জাহাঙ্গীর


প্রকাশ: 08/05/2023


Thumbnail

প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (৮ মে) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল ও এম কে রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে নির্বাচন কমিশনে আপিল খারিজ হয়ে যাওয়ার পর গতকাল রোববার (৭ মে) সকালে উচ্চ আদালতে রিট করেছিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে ছিলেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণখেলাপি হিসেবে নাম থাকায় গাজীপুর সিটি করপোরেশনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করে দেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

এর পর জাহাঙ্গীর আলম বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ বহাল রাখেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭