ইনসাইড গ্রাউন্ড

আগে জানলে সিরিজ খেলতে রাজি হতেন না হাথুরুসিং


প্রকাশ: 09/05/2023


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ। আইরিশদের সঙ্গে দ্বিপাক্ষিক লড়াই, কিন্তু খেলা ইংল্যান্ডে। বৃষ্টির দুর্ভাবনায় সিরিজ ভিন দেশে আয়োজন করা হলেও এখানেও আবহাওয়ার কারণে ঠিকমতো অনুশীলনই করা যায়নি। যদিও গতকাল সোমবার প্রথমবারের মতো টাইগাররা অনুশীলন করেছে চেমসফোর্ডে। এর আগে এই মাঠের মুখ দেখতে পারেনি তামিম ইকবালের দল। এছাড়া বৃষ্টির কারণে পণ্ড হয়েছে অনুশীলনসহ প্রস্তুতি ম্যাচও। সব মিলিয়ে প্রস্তুতি ও পারিপার্শ্বিকতা নিয়ে বিরক্ত বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর আগের দিন আজ সোমবার চেমসফোর্ডে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এ সময় মাঠের উইকেটের প্রসঙ্গ আসলে টাইগার এই মাস্টারমাইন্ড বলেন, 'উইকেট দেখে খুবই ভালো মনে হচ্ছে। বেশ শক্ত ও সবুজের আভা রয়েছে। বৃষ্টির কারনে গত কয়েকদিন উইকেট কাভারে ঢাকা থাকার কারণে এমনটা হয়েছে। এই মুহূর্তে উইকেট দেখে খুবই ভালো মনে হচ্ছে।'

বৃষ্টির কারণে মাঠ উপযোগী না হওয়ায় কয়েকদিন অনুশীলন না করেই থাকতে হয়েছে টাইগারদের। তবে কাউকে দায়ী করছেন না হাথুরু। বাংলাদেশ দলের প্রধান এই কোচের মতে আগে থেকে জানতে পারলে এমন সূচিতে এখানে খেলতে রাজি হত না দল।

হাথুরু বলছিলেন, 'খুবই ভিন্ন একটা পরিস্থিতি, আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবো ইংল্যন্ডে। সচরাচর এমনটা হয় না। এটার জন্য কাউকে দায়ী করা যায় না। আর এমনটা হচ্ছে প্রথমবার। যদি আমরা আগে থেকে জানতাম তাহলে এই সূচিতে হয়তো রাজি হতাম না। কারণ এটা প্রস্তুতির জন্য আদর্শ না। এখান থেকে আমরা শিখলাম।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭