কোর্ট ইনসাইড

মানহানির মামলায় শাকিব খানের বিরুদ্ধে সমন জারি


প্রকাশ: 09/05/2023


Thumbnail

প্রযোজক রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের জারি করা সমনে আগামী ১৫ মে শাকিব খানকে জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার (৮ মে) বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।’

এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেন।

তারও আগে গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে শাকিব খানের বিরুদ্ধে মানহানির প্রথম মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে সেই মামলা তদন্তের নির্দেশ দেন।

গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক উল্লেখ করে নানা আপত্তিকর মন্তব্য করায় দায়ে এর আগে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান ওই প্রযোজক।

যদিও রহমত উল্লাহর নামেই আগে মানহানির মামলা করার উদ্যোগ নিয়েছিলেন শাকিব খান। গত ১৮ মার্চ রাতে তিনি গিয়েছিলেন গুলশান থানায়। তবে সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ডিবি কার্যালয়ে গিয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন কিং খান।

পরে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন শাকিব খান। বাদীর জবানবন্দি নিয়ে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।

এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পিবিআইকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭