ওয়ার্ল্ড ইনসাইড

ইমরান খান গ্রেপ্তার


প্রকাশ: 09/05/2023


Thumbnail

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। জিও নিউজের রিপোর্টার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (৯ মে) তাকে গ্রেপ্তার করা হয়। 

ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় আদালত কক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিন তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআর-এ জামিন চাইতে আদালতে গিয়েছিলেন।

রেঞ্জার্স বাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করে কালো রংয়ের একটি বিগোতে নিয়ে যায়। 

এদিকে দ্য ডনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গন থেকে ইমরান খানকে রেঞ্জার্স বাহিনী আটক করেছে। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী। 

পিটিআই ভাইস প্রেসিডেন্ট ফায়াদ চৌধুরী এক টুইট বার্তায় বলেন, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে রেঞ্জার্স বাহিনী ইমরান খানকে আটক করেছে। এ সময় আইনজীবীদের ওপর হামলা চালানো হয়। 

আদালত প্রাঙ্গনে ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭