ইনসাইড গ্রাউন্ড

ম্যাচ পরিত্যক্ত হলেও ২৪ বছর আগের রেকর্ড ভাঙ্গলো টাইগাররা


প্রকাশ: 10/05/2023


Thumbnail

প্রতিটা বৃষ্টির ফোটা যেনো কাটা হয়ে বিধছিলো আইরিশ ক্রিকেটারদের গায়ে। ক্যাননা এই জলেই ধুয়ে-মুছে যাচ্ছিল তাদের স্বপ্ন! বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো রান রেট নিশ্চিত করাসহ বাংলাদেশকে তিন ম্যাচে হারাতে পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকেট মিলতো আয়ারল্যান্ডের। কিন্তু প্রথম ওয়ানডেতেই সব স্বপ্ন চুরমার! 

মঙ্গলবার ইংলান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ শেষ হয়ে গেছে। কোয়ালিফায়ার খেলে তাদেরকে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। 

এদিকে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এর আগে চেমসফোর্ডের এই মাঠটিতে ১৯৯৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল এই মাঠে লাল-সবুজের প্রতিনিধিদের সবশেষ ম্যাচ। ফলে ২৪ বছর পরে সেখানে খেলতে নামল তামিম বাহিনী।

প্রথমে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের পক্ষে থিতু হওয়ার চেষ্টা করেছেন সাকিব আল হাসান (২১ বলে ২০ রান), নাজমুল হোসেন শান্ত (৬৬ বলে ৪৪ রান) ও তাওহিদ হৃদয় (৩১ বলে ২৭ রান)। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়েছেন তারা।

এদিক থেকে কিছুটা ব্যতিক্রম মুশফিকুর রহিম। ৩০.৪ ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে পয়েন্টে দাঁড়ানো হ্যারি টেক্টরের হাতে ক্যাচ তুলে দেন মুশফিক। তবে সহজ ক্যাচটি হাতে রাখতে পারেননি টেক্টর। জীবন পেয়ে ১৯ রানের ইনিংসকে টেনে হাফ সেঞ্চুরিতে রূপ দেন তিনি।

তবে মুশফিকও গুরুত্বপূর্ণ সময়ে আউট হন। ৪৪.৫ ওভারে দলীয় ২২০ রানে জোশুয়া লিটলের বলে সুইপার কাভারে ক্যাচ তুলে দেন তিনি। তাতে জন্মদিনে সেঞ্চুরি পাওয়া হলো না মিস্টার ডিপেন্ডেবলের। মুশফিক ৭০ বল থেকে ৬টি চারের সাহায্যে করেন ৬১ রান। ম্যাচটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

টপ ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতার দিনে হাল ধরেন মুশফিকুর রহিম। ছবি : বিসিবি

মুশফিকের পরে তাইজুল-শরিফুল মিলে ২০ বলে ১৯ রান করেন। তাতে বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ডকে। তবে মুশফিক শেষ পর্যন্ত খেলতে পারলে তামিমের দল আরেকটু বড় সংগ্রহ গড়তে পারত। 

এ দিন বাংলাদেশের ব্যাটসম্যানদের শুরু থেকেই চেপে ধরে আইরিশ বোলাররা। টপ এবং মিডল অর্ডারে তারা রীতিমতো তাণ্ডব চালান। সাকিব-শান্ত, শান্ত-হৃদয় এবং মুশফিক-মিরাজ জুটি থিতু হওয়ার চেষ্টা করলে প্রতিবারই লাগাম টেনেছেন আইরিশ বোলাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জোশুয়া লিটল। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৬/৯ (তামিম ১৪, লিটন ০, নাজমুল শান্ত ৪৪, সাকিব ২০, হৃদয় ২৭, মুশফিক ৬১, মিরাজ ২৭, তাইজুল ১৪, শরিফুল ১৬, হাসান মাহমুদ ৪* ও এবাদত ১*; জোশুয়া ১০-০-৬১-৩, অ্যাডায়ার ১০-১-৪৪-২, হিউম ১০-০-৩২-২, ম্যাকব্রাইন ৫-০-২১-০, ক্যাম্ফার ৮-০-৫০-১ ও ডকরেল ৭-০-৩২-১)।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭