ইনসাইড গ্রাউন্ড

গুজরাটের পর প্লে-অফের পথে পা বাড়ানো দ্বিতীয় দল চেন্নাই


প্রকাশ: 11/05/2023


Thumbnail

ভরপুর রোমাঞ্চ, রুদ্ধশ্বাস জয় সব মিলিয়ে ১৬তম আইপিএল এক বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট। একেই বলে জমজমাটি আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের ৫৫টি ম্যাচ হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব প্রায় শেষের পথে এসে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের দিকে। আইপিএল-১৬-র গ্রুপ পর্বের ৫৫টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা হচ্ছে। গুজরাট টাইটান্সের পর চেন্নাই সুপার কিংস এ বারের আইপিএলের দ্বিতীয় দল, যারা প্লে অফের পথে এক পা বাড়িয়ে রাখল। 

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৫৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. ১৬ পয়েন্ট নিয়ে এ বারের আইপিএলের প্লে অফে আপাতত এক পা বাড়িয়ে রেখেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৮টি জয়, ৩টি হার রশিদ খানদের। হার্দিক পান্ডিয়ার টাইটান্সদের নেট রান রেট +০.৯৫১।

২. পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ১২টি ম্যাচে খেলেছে। ৭টি জয় ও ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৫। নেট রান রেট +০.৪৯৩। গুজরাটের পর এ বারের আইপিএলের দ্বিতীয় দল হিসেবে প্লে অফে পা বাড়িয়ে রাখল ধোনির চেন্নাই।

৩. লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৬টি জয় ও ৫টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.২৫৫। পয়েন্ট ১২।

৪. পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৫টিতে হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট ১১।

৫. পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৬টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৩৮৮। রাজস্থানের পয়েন্ট ১০। আজ রাজস্থানের অ্যাওয়ে ম্যাচ রয়েছে।

৬. আজ ঘরের মাঠে কেকেআরের ম্যাচ রয়েছে। আপাতত লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৬টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.০৭৯। পয়েন্ট ১০।

৭. আরসিবি আপাতত আইপিএলের লিগ টেবলের ৭ নম্বরে রয়েছে। এখনও অবধি এই আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৬টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.৩৪৫। বিরাটদের মোট পয়েন্ট ১০।

৮. পয়েন্ট টেবলের ৮ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় ও ৬টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ১০। নেট রান রেট -০.৪৪১।

৯. পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ১০টি ম্যাচে হায়দরাবাদের ৪টি জয় ও ৬টি হার। পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.৪৭২।

১০. লিগ টেবলের শেষ স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালস এখনও অবধি ১১ ম্যাচে খেলেছে। ৪টি জয় ও ৭টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৬০৫। পয়েন্ট ৮।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭