ইনসাইড এডুকেশন

ঘূর্ণিঝড় মোখা: পরিস্থিতি বুঝে এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত


প্রকাশ: 11/05/2023


Thumbnail

ঘূর্ণিঝড় মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা কি শুধু উপকূলীয় অঞ্চলে স্থগিত হবে নাকি সারাদেশে পরীক্ষা স্থগিত হবে এমন প্রশ্নে বোর্ড চেয়ারম্যান বলেন, এটাও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

বোর্ড সূত্র বলছে, এর আগে পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে এ ধরনের দুযোর্গে কেন্দ্রীয়ভাবে সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন সময়সূচিতে স্থগিত পরীক্ষা নেয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’ বৃহস্পতিবার (১১ মে) রাতের মধ্যে প্রবল ও শুক্রবারের (১২ মে) মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭