কোর্ট ইনসাইড

ঢাকার আদালত চত্বরে 'হিট স্ট্রোকে' আইনজীবীর মৃত্যু


প্রকাশ: 11/05/2023


Thumbnail

ঢাকায় নিম্ন আদালত এলাকায় তীব্র গরমের মধ্যে ‘হিট স্ট্রোকে’ এক আইনজীবীর মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তার নাম সৈয়দ শফিউল ইসলাম আলাউদ্দিন। তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার একটি মামলার শুনানি শেষ বেলা সাড়ে ১২টার দিকে চেম্বারে ফেরার পথে কালো কোট ও গাউন পরা অবস্থায় মাথা ঘুরে পড়ে যান শফিউল। এসময় অন্য একজন আইনজীবী তাকে ধরে ফেলেন। পরে রিকশায় তুলে ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে নিয়ে যান। এসময় শফিউলকে মাথা ও মুখে পানি ছিটিয়ে দেন। তাকে দেখে ক্লিনিকের চিকিৎসক বলেন, “এটা গরমের কারণে হয়েছে। এটা হিট স্ট্রোক।” এরপর সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে যাওয়ার আগেই মৃত্যু হয় এই তরুণ আইনজীবীর।

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান মামুন সাংবাদিকদের জানান, “ডাক্তারের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি শফিউল হিট স্ট্রেকে মারা গেছেন। জানাজা শেষে মাদারীপুরের কালকিনিতে তার গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর ব্যবস্থা করেছি।”


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭