ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির শঙ্কা


প্রকাশ: 12/05/2023


Thumbnail

অনুশীলনে ব্যাটিং নিয়ে আলাদা কাজ করেছে কোচিং প্যানেল। টাইগার স্পিনার তাইজুল বলছেন, বৈরি কন্ডিশন হলেও পেসারদের পাশাপাশি ম্যাচ জয়ে বিশেষ অবদান রাখতে চান তারাও। চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু বিকেল পৌনে ৪টায়।

চেমসফোর্ডে রৌদ্রজ্জ্বল সোনালী সকাল। সিগ্ধ রোদে সেন্টার উইকেটে অনুশীলনে সাকিবদের সাবলীল ব্যাটিং। তবে স্বস্তির এমন ছবির বিপরীতে আছে বৃষ্টির চোখ রাঙানিও।

সেসব কথা থাক। টাইগারদের অনুশীলনে নজর দেয়া যাক। পরিত্যক্ত প্রথম ওয়ানডেতে শঙ্কার নাম 'ব্যাটিং'। তাইতো এ দিন এ বিভাগেই যেন মনোযোগের পুরোটা। পাশাপাশি উইকেটে হৃদয়, লিটন, রাব্বি-শান্ত। বাদ যাননি টেইল এন্ডাররাও। আইরিশ বধের যে ছক কষছে দল, তাতে ব্যাটিং যেন বড় অস্ত্র।

টাইগার স্পিনার তাইজুল ইসলাম দলের পরিকল্পনার বিষয়ে বলেন, ‘কন্ডিশনটা ভিন্ন হলেও আমাদের অনুশীলন ভালো হচ্ছে, সবার আত্মবিশ্বাস খুব ভালো। আশা করি, শেষ দুই ম্যাচ আমরা ভালোভাবে শেষ করতে পারব।’

গেল কয়েক সিরিজেই টাইগার ফিল্ডারদের উন্নতির ছাপ স্পষ্ট। বৃষ্টির বাগড়ায় ইংল্যান্ডে পৌঁছে ফিল্ডিং অনুশীলন হয়নি খুব একটা। তবে এদিন এই বিভাগের হয়েছে আলাদা সেশন। ব্যাটিংয়ের পর কিপিং নিয়েও কাজ করেছেন মুশফিক।

ইংলিশ পেস বান্ধব কন্ডিশন স্পিনারদের জন্য বরাবরই চ্যালেঞ্জিং। তবে তাইজুলের বিশ্বাস শরিফুল-এবাদত-হাসানের পাশাপাশি ম্যাচ জয়ে বিশেষ ভূমিকা রাখবেন স্পিনাররাও।

তিনি বলেন, ‘এরকম কন্ডিশনে পেস বোলাররা ভালো করে থাকে। তারপরও উইকেটের একটা আচরণ থাকে। এই উইকেটে যে স্পিনাররা ভালো করতে পারবে না, এমন কিছু না। লাইন-লেংথ ঠিক রাখলে স্পিনাররাও সফল হতে পারবেন।’

এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামার ইঙ্গিত মিলেছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এসেক্সে দ্বিতীয় ওয়ানডের এক্স ফ্যাক্টর হতে পারে টস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭