ইনসাইড গ্রাউন্ড

টেক্টরের ফিফটিতে এগোচ্ছে আয়ারল্যান্ড


প্রকাশ: 12/05/2023


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। ৪৫ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদেরকে শুরুতেই সাফল্য এনে দেন তরুণ পেসার হাসান মাহমুদ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই দলীয় ১ রানে পল স্টার্লিংয়ের দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম। ফিল্ড আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে জয়ী হয় বাংলাদেশ।

৭ম ওভারে ফের হাসান মাহমুদের সাফল্য। তার বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার স্টিফেন দোহেনি। জোড়া উইকেট হারিয়ে চাপে পড়া আইরিশদের ম্যাচে ফেরান অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি এবং হ্যারি টেক্টর। 

২১তম ওভারেই তিন অংক স্পর্শ করেছে আয়ারল্যান্ডের স্কোর। ৫৩ বলে ফিফটি তুলে নিয়েছেন টেক্টর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭