ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানের পরিস্থিতির জন্য সেনাপ্রধানকে দায়ী করলেন ইমরান খান


প্রকাশ: 12/05/2023


Thumbnail

জামিন পাওয়ার পর আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান দেশের পরিস্থিতির জন্য সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরকে দায়ী করেছেন।

ইমরান খান বলেন- নিরাপত্তা প্রতিষ্ঠান নয়,  শুধু একজন মানুষ, সেনাপ্রধান। সেনাবাহিনীতে গণতন্ত্র নেই। দেশে এখন যা ঘটছে তাতে সেনাবাহিনী অপমানিত হচ্ছে। 

তিনি বলেন, একজন লোক ভয় পায় যে, আমি যখন ক্ষমতায় আসব তখন তাকে তার পদ থেকে সরিয়ে দেব। কিন্তু আমি এমন কিছু করব না।

এর আগে দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারকে ‘অবৈধ ও বেআইনি’ ঘোষণার পরদিন হাইকোর্টের এই আদেশ দেয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭