ইনসাইড পলিটিক্স

পল্টনে বিক্ষোভ কর্মসূচি, মিরপুর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ


প্রকাশ: 13/05/2023


Thumbnail

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে আজ শনিবার (১৩ মে) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

শনিবার দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

অন্যদিকে শান্তি সমাবেশ নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগও। ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ দুই অংশে আজ শনিবার (১৩ মে) পৃথক দুটি শান্তি সমাবেশের মাধ্যমে রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে ক্ষমতাসীন দলটি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠন যুবলীগের ব্যানারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশটি হবে বিকেল ৩টায় রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনার চত্বরে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন। অন্যদিকে, যুবলীগের পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানেও আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭