ইনসাইড থট

ইয়াহিয়া খানের আদর্শকেই অনুসরণ করলো বিএনপি


প্রকাশ: 13/05/2023


Thumbnail

১৯৭১ সালে আমরা যখন মুক্তিযুদ্ধে সংগ্রামরত আমি সে সময় স্বাস্থ্য বিভাগে কাজ করি। তখন ইয়াহিয়া খানের একটি বক্তব্য আমাদের কাছে পৌঁছায়। ইয়াহিয়া খান বলেছিলেন যে পূর্ব পাকিস্তানের কোনো জনগণের দরকার নেই, দরকার সেখানকার মাটি ও সম্পদ, শুধু দেশের মাটি ও সম্পদ থাকলেই হবে।

অনেকদিন আজকে দেখলাম ঠিক একই বক্তব্য বিএনপি দলীয় ভাবে ঘোষণা করেছে। আজকে সারাদেশের মানুষ ঘূর্ণিঝড় নিয়ে উদ্বিগ্ন, বঙ্গোপসাগর উত্তাল। আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে। সমস্ত দেশবাসী একটা গুরুত্তর মানসিক অস্থিরতার মধ্যে আছে। সেটি হল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কতটুকু ক্ষতি করবে। সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এতো কিছু করার পরও সরকার এবং জনগণ এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে চিন্তিত। কিন্তু একমাত্র বিএনপি এ নিয়ে নির্ভার। সারাদেশের মানুষ যখন ঘূর্ণিঝড় মোখা নিয়ে চিন্তিত তখন বিএনপি আজকে আন্দোলন ডেকেছে। তারা আজকে আন্দোলন করবে। এখন পর্যন্ত তারা আন্দোলন স্থগিত করে নাই। অর্থাৎ তাদের ভাষায় এই মোখা যে মারাত্মক আকার ধারণ করছে তাতে তাদের কিছু যায় আসে না। দেশ ও দেশের মাটি থাকলেই হল। এ সময় আন্দোলনের ডাক না দিয়ে তাদের বরং উচিত ছিল দেশের জনগণ যদি এই মোখায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের জন্য কাজ করার উদ্যোগ নেয়া। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের তো দায়িত্ব আছে, তারা সেটি এড়াতে পারে না। জনগণ ক্ষতিগ্রস্ত হলে রাজনৈতিক দল হিসেবে তারা কিভাবে মানুষকে সাহায্য করবে সেটার প্রস্তুতি নেয়া উচিত ছিল। কিন্তু আমার তো মনে তারা সেটা নিয়ে চিন্তাই করেনি। তারা আন্দোলনের ডাক দিয়েছে। কারণ দেশের জনগণ তাদের কাছে গৌণ, মাটি ও সম্পদই তাদের কাছে মূখ্য। তাদের প্রয়োজন এদেশের মাটি ও সম্পদ। ঠিক ইয়াহিয়া খানের মতো। তাহলে ইয়াহিয়া খানের প্রেতাত্মা কি আজকে বিএনপির মধ্যে বাসা বেধেছে কিনা সেটাই জনগণের প্রশ্ন। আমি মনে করি তারা সেই ইয়াহিয়া খান এবং পাকিস্তানের প্রেমে এতোই মগ্ন আছে যে দেশের মানুষের কথা ভাবার কোনো সময় নেই। তাদের দরকার মাটি ও সম্পদ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭