ওয়ার্ল্ড ইনসাইড

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন আজ, বড় পরীক্ষার সম্মুখীন এরদোয়ান


প্রকাশ: 14/05/2023


Thumbnail

আজ রোববার (১৪ মে) তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী কেমাল কিলিচদারোগলু।

খবরে বলা হচ্ছে, বর্তমান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এটি এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা।

কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, বিরোধীদলীয় প্রার্থী কেমাল কিলিচদারোগলুর চেয়ে এরদোয়ান পিছিয়ে আছেন।

বিশ্লেষকেরা বলছেন, এরদোয়ান যদি এবার ক্ষমতা থেকে ছিটকে পড়েন, তবে তা হবে তার অর্থনৈতিক নীতিমালাজনিত কয়েকটি ভুল পদক্ষেপের কারণে।

এরদোয়ান তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০০৩ সালে। ২০১৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। সে বছরই দেশটির প্রেসিডেন্টের গদিতে বসেন। এরপর থেকে টানা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭