ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করতে চায় না জেলেনস্কি


প্রকাশ: 15/05/2023


Thumbnail

সাম্প্রতি জার্মান সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন রাশিয়ার ভূখণ্ডে কোনো রকম আক্রমণ চালানোর পরিকল্পনা ইউক্রেনের নেই।

রাশিয়ার ভকণ্ডের আক্রমন সংক্রান্ত বিভিন্ন মহলে আলোচনা থাকলেও বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সাথে আলোচনার পর এ বিষয়ে ইউক্রেনের অবস্থান তুলে ধরে জেলেনস্কি জানিয়েছেন, ‘আমরা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছি না, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য লড়াই করার প্রস্তুতি নিচ্ছি।’

জেলেনস্কির এই সফরে ইউক্রেনকে ২.৭ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর। এই ঘোষণার আওতায় জার্মনির কাছ থেকে লেপার্ড ট্যাংকসহ বিমান বিধ্বংসী অস্ত্রও পাবে ইউক্রেন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। অভিযানকালিন সময়ে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গত এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে (ন্যাটো) সহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা। অন্যদিকে ইতিমধ্যে সারাবিশ্বে যুদ্ধের প্রভাবে অর্তনৈতিক বিপর্যায় শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতির বিচারে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এ যুদ্ধ আরো দীর্ঘ হতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭