ইনসাইড বাংলাদেশ

সোমালিয়ায় আকস্মিক বন্যায় নিহত ৩, বাস্তুচ্যুত ২ লাখ


প্রকাশ: 15/05/2023


Thumbnail

সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় ২ লাখ মানুষ বাস্তুচুত এবং ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শাবেলে নদীর তীর উপচে পরায় রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেলেডওয়েন শহরের হিরান অঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর প্রবল বেগে বেড়ে যাওয়ায়, বাসিন্দারা তাদের জিনিসপত্র মাথায় করে বন্যা প্লাবিত রাস্তা দিয়ে আশ্রয়ের সন্ধান করছে।

হিরণ অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, 'শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওযে়ন শহরের প্রায় দুই লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হে়য়ছ। এটি একটি প্রাথমিক পরিসংখ্যান যা পরবর্তীতে আরো সময় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।'

শুক্রবার (১২ মে) ওই অঞ্চলের ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে জানান, চলমান এই দুর্যোগ ও রেকর্ড লক্ষ লক্ষ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭