ইনসাইড বাংলাদেশ

অতিদরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫.৬ শতাংশে নামাতে পেরেছি: প্রধানমন্ত্রী


প্রকাশ: 15/05/2023


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে কিছু লোক আছে যারা দেশের কাজ যত ভালোই হোক, কোন কিছু ভালো তারা দেখতে পারে না। এরা হচ্ছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। আরেকটি হচ্ছে তাদের হীনমন্যতা। এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যতরকমের অপপ্রচার, সেটি তারা চালিয়ে যাচ্ছে। হয় তাদের জ্ঞানের অভাব, আর নাহয় তাদের দুরভিসন্ধি। এটাতো থাকবেই। 

সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, রাজনীতি যখন করি সমালোচনা, বিরোধী দল থাকবে এটাতো খুব স্বাভাবিক। আমাদের কাজ আমরা করে যাচ্ছি এবং কাজ করেই বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছি। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে যখন সরকার গঠন করলাম, ওই ২০০৮-এর বাংলাদেশ কি ছিল আর আজ ২০২৩-এর বাংলাদেশ কোথায় এসেছে এর হিসাবটা করলেই বাংলাদেশ কতটুকু এগিয়েছে সেই হিসাবটা সাধারণ মানুষ জানতে পারবে। 

তিনি বলেন, অতি দরিদ্রের হার সেটি ছিল ২৫ শতাংশ সেটা আমরা ৫.৬ শতাংশে নামাতে পেরেছি। যেটুকু অতিদরিদ্র আছে তাদেরকেও আমরা ব্যবস্থা করে দেব।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭