ইনসাইড বাংলাদেশ

বেগম জিয়ার পরিবার – বিএনপি মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/02/2018


Thumbnail

বেগম জিয়ার নিকটাত্মীয়রা যেকোনো কিছুর বিনিময়ে তাঁর মুক্তি চান। তাঁরা মনে করেন, অনেক হয়েছে, আর রাজনীতির দরকার নেই। কিন্তু বিএনপি নেতারা চাইছেন বন্দী খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে। দুই মেরুতে অবস্থান করে দুপক্ষের বিরোধ এখন তুঙ্গে। বেগম জিয়ার একজন নিকটাত্মীয় বলেছেন, ‘ দল তো তাঁর জন্য কিছুই করতে পারছে না। আমরা তো অপেক্ষা করলাম। যেটা হচ্ছে তাঁকে (বেগম জিয়া) নিয়ে ব্যবসা হচ্ছে। কিন্তু মানুষটা যে কষ্ট পাচ্ছে, আমরা কেউ বুঝছি না।’ অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, ‘মুচলেকা দিয়ে মুক্ত হলে তা হবে আত্মহত্যার সামিল। রাজনীতি তাঁকে এই জায়গায় এনেছে। তাছাড়া মাইনাস ফর্মুলা হলো তাঁকে রাজনীতি বিদায় দেওয়ার ষড়যন্ত্র। বেগম জিয়ার কিছু আত্মীয় সরকারের ফাঁদে পা দিয়েছে।’

৮ ফেব্রুয়ারি বেগম জিয়া গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। সেসময় তাঁর বোন এবং ভাইয়েরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে কান্নার রোল পড়েছিল। বেগম জিয়া অবশ্য সেসময় শান্তই ছিলেন। তিনি সবাইকে উল্টো শান্তনা দিয়েছিলেন। বলেছিলেন, ‘শিগগিরই ফিরে আসবো।’ বেগম জিয়া একজন ঘনিষ্ঠ আত্মীয় জানালেন, পারিবারিক বৈঠকে তিনি সবাইকে বলেছিলেন, ‘৪/৫ দিনের ব্যাপার। কিন্তু এটা যে অনিশ্চিত সময় পর্যন্ত গড়াবে তা বিএনপি চেয়ারপারসন আন্দাজও করতে পারেননি।’ ওই আত্মীয় আরও জানিয়েছেন, ‘দলকে বেগম জিয়া শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন, ওই ৪/৫ দিনের চিন্তা মাথায় রেখেই। কিন্তু ২০ দিনেও বিএনপি কিছু করতে পারবে না এটা কি করে হয়।’ জানা গেছে, বেগম জিয়াকে মুক্ত করতে রাজনীতির বাইরে সমঝোতার চেষ্টা চলছে। খালেদা জিয়ার পরিবার এই সমঝোতায় কোনো রাজনৈতিক ব্যক্তিকে যুক্ত করতে অনাগ্রহী। একজন প্রভাবশালী মন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর আত্মীয়ও বটে, তিনি এই সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ওই মন্ত্রী আবার তারেক জিয়ারও আত্মীয়। একটি সূত্র বলছে, বিষয়টি সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকেই সমাধানের চেষ্টা চলছে। বেগম জিয়ার এক আত্মীয় বলেছেন, ‘এটা জেদ করার সময় না। খালেদা জিয়ারও এখন জেলে দীর্ঘদিন থাকার বয়স নেই।’

খালেদা জিয়ার আত্মীয়দের এই দৌড়ঝাঁপ বিএনপির নেতৃবৃন্দকে ক্ষুব্ধ করেছে। এমনকি লন্ডনে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও এটা পছন্দ করছেন না। বিএনপি নেতারা প্রথমে এটাকে ‘গুজব‘ বলে উড়িয়ে দিলেও এখন বুঝতে পারছেন কিছু একটা ঘটছে।’ বিএনপির একাধিক নেতা বলেছেন, ‘আমাদের বিশ্বাস, ম্যাডাম এরকম অসম্মানজনক প্রস্তাব মেনে নেবেন না।’ তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, ‘বেগম জিয়ার ভাই বোনরা রাজনীতি করেন না। তারা তাঁর এই অবস্থা দেখে হয়তো আবেগপ্রবণ হয়েছেন। কিন্তু বেগম জিয়াই তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেবেন। দেখা যাক কি হয়।‘ বিএনপির অন্য একজন নেতা বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসনের ভাই বোনেরা শুধু তাঁর মুক্তির বিষয়টি দেখছেন। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। সমঝোতার মুক্তি নিলে হয়তো তিনি কারাগার থেকে বেরুবেন; কিন্তু তাঁর রাজনৈতিক জীবনের মৃত্যু হবে।’

অন্যদিকে বেগম জিয়ার আত্মীয়রা বলছেন, ‘তিনি অনেক রাজনীতি করেছেন। তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। সবারই অবসর দরকার হয়। তাঁর বয়স হয়েছে। কাজেই তিনি এখন অবসর নিতেই পারেন।’



Read In English: http://bit.ly/2oEi6Ka

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭