ইনসাইড বাংলাদেশ

নির্বাচন আসলে ভয় পাবো, কেন ভয় পাবো: প্রশ্ন প্রধানমন্ত্রীর


প্রকাশ: 15/05/2023


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন আসলে ভয় পাবো, কেন ভয় পাবো? জনগনের জন্য আমরা কাজ করেছি। জনগণ আমাদের ভোট দেবে। নির্বাচনকালীন সরকারে তারা যদি আসতে চায়, আমরা নিব। ২০১৪ সালেও-তো আমরা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা আসেনি।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন। সোমবার (১৫ মে) বিকাল ৪ টায় এই সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘তারা জ্বালাও-পোড়াও করেছে। কি বিভৎস অবস্থা সৃষ্টি করেছে কি এই বিএনপি-জামায়াত! প্রতিদিনই তারা মাইক লাগিয়ে বক্তৃতা দিচ্ছে। সরকার হটাবে, তাদের এই আন্দোলন। এতো টাকা তারা কোথায় পেলো?’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘গাজীপুরে তারা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। কেন এই রাস্তা বন্ধ করে আন্দোলন?’

তিনি বলেন, ‘মানুষের জন্য কাজ করাই আমার প্রধান কাজ। আমি করে যাচ্ছি। এটাই আমার প্রধান কাজ। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭