ইনসাইড বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, নিহত ১


প্রকাশ: 16/05/2023


Thumbnail

সোমবার (১৫ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৭ তে দুষ্কৃতকারীদের সঙ্গে এপিবিএন পুলিশের গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উখিয়া ১৭ নম্বর ক্যাম্পে সোমবার দুপুরে একদল দুষ্কৃতকারীর অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএন পুলিশের দিকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছুঁড়ে। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তাৎক্ষণিক একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুষ্কৃতকারী দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- ক্যাম্প-১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এপিবিএন সদস্যরা সফলভাবে সক্ষম হয়েছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭