কালার ইনসাইড

নানা আনুষ্ঠানিকতা শেষে গুলশান ছেড়ে বাড়ির পথে ফারুক


প্রকাশ: 16/05/2023


Thumbnail

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে মরদেহ নিয়ে অভিনেতার জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জের পথে রওনা দিয়েছে। সেখানে বাদ এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

দেশে ফেরার পর শেষ বারের ফারুকের উত্তরার বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অভিনেতাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ফারুকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এফডিসি থেকে ফারুকের মরদেহ নেয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ফারুকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে শেষবারের মতো নেয়া হয় নায়কের উত্তরার বাসভবনে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। দুই বছরের বেশি সময় ধরে সেখানে তিনি ভর্তি ছিলেন। লড়ছিলেন জিবিএস নামে এক বিরল নিউরোলজিক্যাল রোগে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭