ইনসাইড গ্রাউন্ড

আয়ারল্যান্ড সিরিজ শেষে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল


প্রকাশ: 17/05/2023


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগাররা।

 অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাইজুল ইসলাম ইংল্যান্ডে রয়ে গেছেন। এই পাঁচ ক্রিকেটার পরে ফিরবেন নিজেদের মতো করে। সাকিব আল হাসান ফেরার পথে দুবাই থেকে ভারতে গেছেন বলে জানা গেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজটি খেলেছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে দারুণ জয় তুলে নেয় তামিম ইকবালের দল। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ  ২-০ ব্যবধানে সফলভাবে জিতে টিম টাইগারস।

এখন ক্রিকেটাররা আপাতত সামনের কিছুদিন টানা বিশ্রামে থাকবেন। আফগান সিরিজ সামনে রেখে এ মাসের শেষ দিকে অনুশীলন শুরু হবে তাই আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে জাতীয় দলের আর কোন খেলা নেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭