ইনসাইড গ্রাউন্ড

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল


প্রকাশ: 17/05/2023


Thumbnail

জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ জুনিয়র হকি দল গত মার্চ মাস থেকে প্রস্তুতিপর্ব শুরু করেছে । মোট ৩৬ জনের প্রাথমিক দল নিয়ে শুরু হয় অনুশীলন। পরে দলটিকে বাছাই করে ২৩ জনে কমিয়ে আনা হয়। বাংলাদেশ জুনিয়র হকি দল বৃহস্পতিবার (১৮ মে) ভারত থেকে সরাসরি ওমানে যাবে। 

ওমানে ২৩ মে থেকে ১ জুন অনুষ্ঠিতব্য ১০ জাতির জুনিয়র এই এশিয়া কাপ হকি টুর্নামেন্টের জন্য মঙ্গলবার ১৮ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করা হয়। সে দলে- মামুন উর রশিদ প্রধান কোচ এবং প্রিন্স লাল সামন্ত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 চূড়ান্ত দলে নূরুজ্জামান নয়ন, মোহাম্মদ সাইজুদ্দিন, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, আমান শরীফ, রামিম হোসেন, প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), আবেদ উদ্দিন, রাহিদ হাসান জীবন, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু, মো. আবদুলাহ, রাকিবুল হাসান, ওবায়দুল হক জয়, শহিদুল হক সৈকত, তাসিন আলী, সাবেদুর রহমান মিঠু, জাহিদ হোসেন। 

এছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন মেহেদী হাসান মুন্না, দেবাশিষ কুমার রায়, আসাদুজ্জামান চাঁদ ও মো. আলামিন। দলে চারজন থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে। বাদ পড়েছেন একমাত্র গোলকিপার আশরাফুল হক সাদ। খেলা প্রেমিরা বাংলাদেশ জুনির হকি দলের এই সফরের সফলতা কামনা করেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭